NRC মামলায় গুরুত্ব নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: অসমে জাতীয় নাগরিক পঞ্জী মামলায় ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷ এনআরসি নিয়ে কেন্দ্রকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্জ৷ মঙ্গলবার সুপ্রিমো কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এনআরসি প্রক্রিয়ার আর কোনও পরিবর্তন করা যাবে না৷ বাদ যাওয়া তুলতে বেশ খানিকটা সময় দেওয়া হয়েছিল৷ এখন সেই সুযোগ আর দেওয়া যাবে না৷

NRC মামলায় গুরুত্ব নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: অসমে জাতীয় নাগরিক পঞ্জী মামলায় ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷ এনআরসি নিয়ে কেন্দ্রকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্জ৷

মঙ্গলবার সুপ্রিমো কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এনআরসি প্রক্রিয়ার আর কোনও পরিবর্তন করা যাবে না৷ বাদ যাওয়া তুলতে বেশ খানিকটা সময় দেওয়া হয়েছিল৷ এখন সেই সুযোগ আর দেওয়া যাবে না৷ এনআরসিতে নাম প্রকাশ অনলাইন করতে হবে বলেও জানিয়েছে দেশের শীর্ষ আদালত৷ আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

আধারের মতোই এনআরসি তালিকাও সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে আদালত৷ যাতে কোনও ভাবেই তথ্য বেহাত হয়ে না যায়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ শীর্ষ আদালতের নির্দেশে অসমের প্রথম নাগরিকপঞ্জি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর৷

তালিকায় প্রায় দু’লক্ষ বাঙালির নাম বাদ পড়ে৷ শুরু হয় বিতর্ক৷ পরে, ফের আদালতের নির্দেশে ৩১ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিকপঞ্জির তালিকায় নাম তোলার দিন চূড়ান্ত করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =