আদিবাসী বন্দিকে জলের বদলে প্রস্রাব পাণ করাল পুলিশ

মধ্যপ্রদেশ : পুলিশি হেফাজতে থাকা ৫ আদিবাসীকে জলের বদলে প্রস্রাব পানে বাধ্য করায় অভিযোগ ৫ পুলিশ আধিকারিকেক বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার নানপুরে৷ বিষয়টি জানাজানি হওয়ার পর নানপুর থানার ওসি সহ ৪ পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে৷ জানা গিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় তাঁদের আটক করা হয়েছিল৷ অভিযোগ, জেলের মধ্যেই ধৃত ৫ আদিবাসীকে জলের

আদিবাসী বন্দিকে জলের বদলে প্রস্রাব পাণ করাল পুলিশ

মধ্যপ্রদেশ : পুলিশি হেফাজতে থাকা ৫ আদিবাসীকে জলের বদলে প্রস্রাব পানে বাধ্য করায় অভিযোগ ৫ পুলিশ আধিকারিকেক বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার নানপুরে৷ বিষয়টি জানাজানি হওয়ার পর নানপুর থানার ওসি সহ ৪ পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে৷

জানা গিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় তাঁদের আটক করা হয়েছিল৷ অভিযোগ, জেলের মধ্যেই ধৃত ৫ আদিবাসীকে জলের বদলে প্রস্রাব পানে বাধ্য করানো হয়৷ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই পাঁচ অভিযুক্ত৷ পরে, হাসপাতালে ভর্তি করার পর প্রকাশ্যে আসে গোটা ঘটনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *