এই প্রথম কাশ্মীরের বুকে উড়বে তিরঙ্গা, আকাশ ঢাকবে তিনরঙা ঘুড়ি

নয়াদিল্লি: রাত পোহালেই পালিত হবে স্বাধীনতা দিবস৷ ৩৭০ ধারা বিলোপের পর এটাই প্রথম ১৫ অগাস্ট উপত্যকায়৷ স্বাধীনতার দিন জম্মুতে ঘুড়ি ওড়ানোই প্রথা অনেক পুরানো৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না৷ তবে, ব্যতিক্রম একটাই, তিরঙ্গা ঘুড়িতে বৃহস্পতিবার আকাশ ঢাকবে জম্মুর আকাশ৷ অন্যদিকে, কাশ্মীর পুনর্গঠন বিল বিল পাশ হতেই বাতিল হয়েছে জম্মু ও কাশ্মীরের নিজস্ব জাতীয় পতাকা৷ পূর্ণ

cff1c1e03542c25531241c4ec517d860

এই প্রথম কাশ্মীরের বুকে উড়বে তিরঙ্গা, আকাশ ঢাকবে তিনরঙা ঘুড়ি

নয়াদিল্লি: রাত পোহালেই পালিত হবে স্বাধীনতা দিবস৷ ৩৭০ ধারা বিলোপের পর এটাই প্রথম ১৫ অগাস্ট উপত্যকায়৷  স্বাধীনতার দিন জম্মুতে ঘুড়ি ওড়ানোই প্রথা অনেক পুরানো৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না৷ তবে, ব্যতিক্রম একটাই, তিরঙ্গা ঘুড়িতে বৃহস্পতিবার আকাশ ঢাকবে জম্মুর আকাশ৷ অন্যদিকে, কাশ্মীর পুনর্গঠন বিল বিল পাশ হতেই বাতিল হয়েছে জম্মু ও কাশ্মীরের নিজস্ব জাতীয় পতাকা৷

পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে লাদাখ ও কাশ্মীর হয়েছে কেন্দ্র শাসিত অঞ্চল৷ এবার নবগঠিত কেন্দ্রশাসিত লাদাখের লে’য় প্রথম জাতীয় পতাকা তুলবেন মহেন্দ্র সিং ধোনি৷ স্বাধীনতা দিবসের দিন ভূস্বর্গের বুকে ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হিসেবে তিনি দেশের পতাকা তুলবেন৷ এই মুহূর্তে কাশ্মীরের পুলওয়ামা জেলার খ্রিউতে পোস্টিং ধোনি৷

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাঠুয়ার একটি সরকারি কলেজের পড়ুয়ারা শনিবার কলেজের মূল ফটকের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন৷ স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, স্বাধীনতা দিবসে উপত্যকার প্রতিটি এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করার হবে৷ বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর জম্মু ও কাশ্মীর পৃথক পতাকাটিরও বিলুপ্তি হয়েছে৷ ফলে, এই প্রথম ১৫ আগস্ট ভূস্বর্গে উড়বে তেরঙ্গা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *