ভাইয়ের সমৃদ্ধির জন্য এই মন্ত্রেই বাঁধুন রাখী

কলকাতা : আজ রাখী পূর্ণিমা৷ হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে৷ মহাভারতে বর্ণিত আছে, একবার শ্রী কৃষ্ণের হাতে আঘাত লেগেছিল৷ আর সেই আঘাতে পঞ্চ পাণ্ডবের রক্তক্ষরণ হতে শুরু করে৷ পঞ্চস্বামীর রক্তক্ষরণ দেখে চিন্তায় পড়ে যান তাঁদের স্ত্রী দ্রৌপদী৷ নিজের বস্ত্রের একটি খন্ডাংশ দিয়ে তিনি শ্রী কৃষ্ণের আগাত বেঁধে

a8eac2de75fac60811d3db70cd7a09a0

ভাইয়ের সমৃদ্ধির জন্য এই মন্ত্রেই বাঁধুন রাখী

কলকাতা : আজ রাখী পূর্ণিমা৷ হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে৷ মহাভারতে বর্ণিত আছে, একবার শ্রী কৃষ্ণের হাতে আঘাত লেগেছিল৷ আর সেই আঘাতে পঞ্চ পাণ্ডবের রক্তক্ষরণ হতে শুরু করে৷ পঞ্চস্বামীর রক্তক্ষরণ দেখে চিন্তায় পড়ে যান তাঁদের স্ত্রী দ্রৌপদী৷ নিজের বস্ত্রের একটি খন্ডাংশ দিয়ে তিনি শ্রী কৃষ্ণের আগাত বেঁধে দেন৷ কিছুক্ষণের মধ্যেই পঞ্চপাণ্ডেবের রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়৷ শ্রী কৃষ্ণ দ্রৌপদীর ব্যবহারে অভিভূত হয়ে তাঁকে নিজের ভগিনীর সম্মান দেন৷ ভাই ও ভগিনীর বন্ধনের এই দিনটিকে রাখী বন্ধন উৎসব৷ সারা বছর ভাই-বোনেরা অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য৷ এই দিনেই ভাইয়ের মঙ্গলকামনায় পবিত্র সুতোয় তৈরি রাখী বেঁধে দেন বোন ও দিদিরা৷

বহু যুগ ধরে চলে আসছে এই প্রথা৷ অনেকেই আছেন ভাইয়ের হাতে এই দিনে রাখী অবশ্যই বাঁধেন কিন্তু কোন মন্ত্রোচ্চারণ করেন না৷ ভাইয়ের দীর্ঘ সমৃদ্ধি কামনার্থে তাদের উচিৎ অবশ্যই এই মন্ত্রটি পাঠ করা৷ ‘ওঁ ত্রায়ুষম জমদগ্রে: কশ্যপস্য ত্রায়ুষম । যহেবেষু ত্রায়ুষম তন্ত্রো অস্তু ত্রায়ুষম। রাখী পরানোর সময় এই মন্ত্রের উচ্চারণে অব্যর্থ ফল পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *