স্বাধীনতা দিবসের ভাষণে বড় ঘোষণা মোদির, থাকছে চমক

নয়াদিল্লি: লাল কেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের ভাষণে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তিন সেনার মধ্যে সমন্বয় রক্ষায় দেশে চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর৷ লাল কেল্লায় দাঁড়িয়ে মোদি জানিয়েছেন, স্থল, জল ও আকাশ এই তিনটি বাহিনীর প্রধানদের ওপর চিফ অফ ডিফেন্স স্টাফ কাজ করবেন৷ তাঁর প্রধান কাজ হবে তিন সেনার মধ্যে সমন্বয় তৈরি করা৷

e4898cf11febcc41f2b2bc00a6dde01b

স্বাধীনতা দিবসের ভাষণে বড় ঘোষণা মোদির, থাকছে চমক

নয়াদিল্লি: লাল কেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের ভাষণে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তিন সেনার মধ্যে সমন্বয় রক্ষায় দেশে চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর৷ লাল কেল্লায় দাঁড়িয়ে মোদি জানিয়েছেন, স্থল, জল ও আকাশ এই তিনটি বাহিনীর প্রধানদের ওপর চিফ অফ ডিফেন্স স্টাফ কাজ করবেন৷ তাঁর প্রধান কাজ হবে তিন সেনার মধ্যে সমন্বয় তৈরি করা৷

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এর সিদ্ধান্ত কার্যকর হলে সেনাবাহিনীর কাজে আরও গতি আসবে৷ তিন সেনার সঙ্গে যোগাযোগ আরও বাড়বে৷ মূলত, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়৷ তিন বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়াতে সেনাপ্রধান নিয়োগ করার প্রস্তাবও আসে৷ গঠিত হয় উচ্চপর্যায়ের কমিটি৷

জানা গিয়েছে, ২০১২ সালে নরেশচন্দ্র টাস্ক ফোর্স স্থায়ী চিফ এই সুপারিশ করেন৷ মোদি জানিয়েছেন, তিন সেনার সঙ্গে যোগাযোগ রেখে চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যোগা রাখবে৷ চিফস অফ স্টাফ কমিটিতে রাখা হবে সেনা, বায়ুসেনা ও নৌসেনা প্রধানদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *