এবার ঘরে বসেই মেট্রোর কার্ডের রিচার্জ, করবেন কীভাবে?

নয়াদিল্লি : এবার বাড়িতে বসেই রিচার্জ করা যাবে মেট্রোর কার্ড৷ সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম বা ক্রিসের মাধ্যমেই করা যাবে রিচার্জ৷ খুব দ্রুত বাজারে আসছে এই সংক্রান্ত অ্যাপ৷ আইআরসিটিসি ও ক্রিসের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি হয়েছে বলে খবর৷ গোটা প্রক্রিয়াটি কার্যকর করত হতে মাস দু’য়েক সময় লাগতে পারে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷ কীভাবে করা যাবে

2a546a19095b71cb6e0e644c809a77f0

এবার ঘরে বসেই মেট্রোর কার্ডের রিচার্জ, করবেন কীভাবে?

নয়াদিল্লি : এবার বাড়িতে বসেই রিচার্জ করা যাবে মেট্রোর কার্ড৷ সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম বা ক্রিসের মাধ্যমেই করা যাবে রিচার্জ৷ খুব দ্রুত বাজারে আসছে এই সংক্রান্ত অ্যাপ৷ আইআরসিটিসি ও ক্রিসের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি হয়েছে বলে খবর৷ গোটা প্রক্রিয়াটি কার্যকর করত হতে মাস দু’য়েক সময় লাগতে পারে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷

কীভাবে করা যাবে রিচার্জ? প্রথমে ডাউনলোড করতে বিশেষ ওই অ্যাপ৷ সেখানে স্মার্ট কার্ডের নম্বর দিলেই ভরা যাবে টাকা৷ ডেবিট কার্ড বা মোবাইল ওয়ালেট থেকে করা যাবে রিচার্জ৷ অ্যাপের মাধ্যমে টাকা পৌঁছবে যাবে  আইআরসিটিসিয়ের অ্যাকাউন্টে৷ তারপর পৌঁছবে মেট্রো কর্তৃপক্ষের হাতে৷ এই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি চালু হবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *