১০ বছরের সঞ্চয়ের টাকায় পথ-কুকুরদের অ্যাম্বুলেন্স কিনেলেন ব্যক্তি

পুনে: পুনের বাসিন্দা বালু উজাগার৷ নিজেকে কখনই পশুপ্রেমী বলে দাবিটুকুও করেন না৷ নিজের ঢাক পোটানো থেকে বিরত থেকে এবার ১০ বছরের সঞ্চয় ভাঙিয়ে রাস্তার সারমেয়দের আস্ত একটা অ্যাম্বুলেন্স কিনে ফেললেন বালু উজাগার৷ ওই অ্যাম্বুলেন্সের কাজ হবে, পথে কোনও অসুস্থ সারমেয়কে দেখলেই তার চিকিৎসায় ব্যবস্থা করা৷ প্রয়োজনে নিয়ে যাওয়া হাসপাতালে৷ গত কয়েক বছর ধরে পায়ে টানা

১০ বছরের সঞ্চয়ের টাকায় পথ-কুকুরদের অ্যাম্বুলেন্স কিনেলেন ব্যক্তি

পুনে: পুনের বাসিন্দা বালু উজাগার৷ নিজেকে কখনই পশুপ্রেমী বলে দাবিটুকুও করেন না৷ নিজের ঢাক পোটানো থেকে বিরত থেকে এবার ১০ বছরের সঞ্চয় ভাঙিয়ে রাস্তার সারমেয়দের আস্ত একটা অ্যাম্বুলেন্স কিনে ফেললেন বালু উজাগার৷ ওই অ্যাম্বুলেন্সের কাজ হবে, পথে কোনও অসুস্থ সারমেয়কে দেখলেই তার চিকিৎসায় ব্যবস্থা করা৷

প্রয়োজনে নিয়ে যাওয়া হাসপাতালে৷ গত কয়েক বছর ধরে পায়ে টানা ভ্যান ব্যবহার করে এই কাজ চালিয়ে আসছিলেন ওই ব্যক্তি৷ কাজের কাজ আরও বাড়াতে এবার আস্ত একটি অ্যাম্বুলেন্স কিনেলেন ব্যক্তি ব্যক্তি৷

উপার্জনের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে পোষ্যদের চিকিৎসায় কাজে হাত লাগান ওই ব্যক্তি৷ এই কাজে পারিশ্রমিক বাদব দেন মাত্র ১৫ টাকা৷ এই ১৫ টাকা করে নেওয়া পারিশ্রমিক দিয়েই চলে গোটা সংসার৷ সেই টাকা জমিয়ে এবার কিনে ফেলেছেন পোষ্যদের জন্য অ্যাম্বুলেন্স৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *