আজই জামিন পাবেন চিদাম্বরম? কী পদক্ষেপ সিবিআইয়ের?

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ করে চরম বিরোধিতা সিবিআই আইনজীবীর৷ আইএনএক্স মিডিয়া মামলায় চিদাম্বরমকে আরও জেরা করতে চাই সিবিআই৷ এই মর্মে চিদাম্বারামকে আরও পাঁচ দিন হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের৷ সিবিআইয়ের বিশেষ আদালতে আজ চিদাম্বরমকে পেশ করা হয়৷ মামলার শুনানিতে হাজির ছিলেন কংগ্রেসের বাঘাবাঘা আইনজীবীরা৷ কপিল সিব্বল থেকে শুরু করে অভিশেক মানু সিংহভি

0234991bad78ad5d5dbcd3ec1cfcc5a8

আজই জামিন পাবেন চিদাম্বরম? কী পদক্ষেপ সিবিআইয়ের?

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ করে চরম বিরোধিতা সিবিআই আইনজীবীর৷ আইএনএক্স মিডিয়া মামলায় চিদাম্বরমকে আরও জেরা করতে চাই সিবিআই৷ এই মর্মে চিদাম্বারামকে আরও পাঁচ দিন হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের৷

সিবিআইয়ের বিশেষ আদালতে আজ চিদাম্বরমকে পেশ করা হয়৷ মামলার শুনানিতে হাজির ছিলেন কংগ্রেসের বাঘাবাঘা আইনজীবীরা৷ কপিল সিব্বল থেকে শুরু করে অভিশেক মানু সিংহভি চিদাম্বরমের হয়ে সওয়াল করেন৷ সেখানে জামিনের আর্জি জানানো হয়৷ জামিনের আর্জি খারিজ করে তীব্র প্রতিবাদ করেন সলিসিটর জেনারেল৷ কেন্দ্রীয় পাক্তন মন্ত্রীকে জেরা করে আরও কিছু তথ্য পাওয়ার সম্ভাবনার কথা আদালতে জানানো হয় সিবিআই তরফে৷

সিবিআই ও মন্ত্রীর আইনজীবীদের সওয়াল-জবাবের পর পি চিদাম্বরমকে সব শেষে বলতে সুযোগ দেন বিচারক৷ সেখানে পি চিদাম্বরম জানান, তিনি সিবিআইকে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন৷ সেই বিষয়ে নথিও রয়েছে সিবিআইয়ের হাতে৷ তাঁর কোনও বিদেশে অ্যাকাউন্ট নেই বলেও জানান পি চিদাম্বরম৷ ফলে তারা নতুন করে কিছু বলার নেই বলেও দাবি করেন তিনি৷ এর পর রায় ঘোষণা কিছু সময়ের জন্য বিরত রাখে আদালত৷ যদিও এই মামলায় আগামিকাল ও আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে৷

বুধবার রাতে পি চিদাম্বরম গ্রেপ্তার করে সিবিআই৷ গ্রেপ্তারের পর দফায় দফায় জেরা করার পর আজ সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁকে পেশ করা হয়৷ সেখানেই পি চিদাম্বরমের হয়ে সওয়াল করেন তিন বিশিষ্ট আইনজীবী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *