মন্দার বাজার, ১০ হাজার কর্মী ছাঁটাই করছে এই সংস্থা

নয়াদিল্লি: গাড়ি শিল্পে ধ্বস নামার খবর আগেই পেয়েছেন ভারতের ক্রেতা-বিক্রেতারা৷ এবার লোকসানের মুখে পড়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বিস্কুট প্রস্তুতকারী সংস্থা পালের৷ গত ৯০ বছর ধরে ভারতে একের পর এক জনপ্রিয় বিস্কুট নিয়ে এসেছে এই সংস্থা দীর্ঘদিন সাফল্যের সঙ্গে পথ চলছে৷ এবার লোকসানের মুখে পড়ে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷ কিন্তু, কেন এই সিদ্ধান্ত?

মন্দার বাজার, ১০ হাজার কর্মী ছাঁটাই করছে এই সংস্থা

নয়াদিল্লি: গাড়ি শিল্পে ধ্বস নামার খবর আগেই পেয়েছেন ভারতের ক্রেতা-বিক্রেতারা৷ এবার লোকসানের মুখে পড়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বিস্কুট প্রস্তুতকারী সংস্থা পালের৷ গত ৯০ বছর ধরে ভারতে একের পর এক জনপ্রিয় বিস্কুট নিয়ে এসেছে এই সংস্থা দীর্ঘদিন সাফল্যের সঙ্গে পথ চলছে৷ এবার লোকসানের মুখে পড়ে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷

কিন্তু, কেন এই সিদ্ধান্ত? এই ঘটনার পিছনে মূলত জিসটিকে দায়ী করা হয়েছে৷ বিস্কুট প্রস্তুতকারী সংস্থার দাবি, বিস্কুটের ওপর ১৮ শতাংশ জিএসটি চাপানো হয়েছে৷ ফলে, লোকসানের মুখে পড়তে হচ্ছে৷ সংস্থাকে এই মর্মে প্রায় এক লক্ষ কর্মীর বেতন দিতে সমস্যা হচ্ছে৷ সংস্থার দাবি, বিগত কয়েক মাস ধরে বিস্কুটের চাহিদা অস্বাভাবিক ভাবে কমে গিয়েছে৷ লাভের অঙ্ক কমেছে৷ ফলে সংস্থা বাঁচাতে গেলে ৮ থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই অত্যন্ত প্রয়োজন বলে জানিয়েছে ওই সংস্থা৷

সূত্রে খবর, ছাঁটাইয়ে কোপে পরতে চলেছে মূলত সংস্থার অস্থায়ী কর্মীরাই৷ ১৯২৯ সাল থেকে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে পারলে৷ তবে ইদানিং গ্রামীণ বাজারের চাহিদা কমেছে৷ বেড়েছে দাম৷ এই মুহূর্তে প্রায় ১ লক্ষ কর্মী কাজ করেন৷ দেশজুড়ে ২৫টি কারখানা রয়েছে সংস্থার৷ কিন্তু, কারখানাগুলি চালাতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠছে৷ অবিলম্বে সংস্থার থেকে প্রতিটি কারখানা থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *