কেমন আছে কাশ্মীর? ব্যর্থ হয়ে দিল্লি ফিরছেন রাহুল

নয়াদিল্লি: কেমন আছে কাশ্মীর? শ্রীনগর বিমানবন্দরে পৌঁছতে বন্দি রাহুল গান্ধী-সহ নয় দলের প্রতিনিধি৷ বিমানবন্দরের বাইরে পা রাখতে পারলেন না কংগ্রেসের প্রাক্তন কংগ্রেস সভাপতি৷ ফিরতি বিমানে রাহুলগান্ধীদের ফের দিল্লি ফেরত পাঠানো হয়েছে৷ বিমানবন্দর থেকে নামতেই প্রশাসনের বাঁধা পেয়ে রাহুল গান্ধী জানান, ‘‘যদি কাশ্মীর স্বাভাবিক হয়ে থাকে, তাহলে কেন আমাদের যেতে দেওয়া হচ্ছে না৷’’ পাল্টা, মন্তব্য করেছেন

15caf315cf59d299eaa597c9da7209ee

কেমন আছে কাশ্মীর? ব্যর্থ হয়ে দিল্লি ফিরছেন রাহুল

নয়াদিল্লি: কেমন আছে কাশ্মীর? শ্রীনগর বিমানবন্দরে পৌঁছতে বন্দি রাহুল গান্ধী-সহ নয় দলের প্রতিনিধি৷ বিমানবন্দরের বাইরে পা রাখতে পারলেন না কংগ্রেসের প্রাক্তন কংগ্রেস সভাপতি৷ ফিরতি বিমানে রাহুলগান্ধীদের ফের দিল্লি ফেরত পাঠানো হয়েছে৷ বিমানবন্দর থেকে নামতেই প্রশাসনের বাঁধা পেয়ে রাহুল গান্ধী জানান, ‘‘যদি কাশ্মীর স্বাভাবিক হয়ে থাকে, তাহলে কেন আমাদের যেতে দেওয়া হচ্ছে না৷’’ পাল্টা, মন্তব্য করেছেন রাজ্যপাল সত্যপাল মালিক৷ তিনি জানিয়েছে, ‘‘রাজনীতি করতে অসেছেন রাহুল গান্ধী৷ রাহুলকে এখানে প্রয়োজন নেই৷ কিছু বলার থাকলে সংসদে গিয়ে বলুন৷’’

আজ সকালে অন্তত নটি বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভূস্বর্গ সফরে যান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী৷ আজ দিল্লি থেকে বিমানবন্দর থেকে রওনা হন তাঁরা৷ কিন্তু, এরপরই শ্রীনগর বিমানবন্দর থেকে রাহুলদের ফেরাতে সমস্ত প্রস্তুতি নিয়ে রাখে প্রশাসন৷ আজ বিকেলে শ্রীনগরে পৌঁছতেই তাঁদের বাঁধা দেওয়া হয়৷

এদিন সকালে কংগ্রেস, বাম, তৃণমূল, সিপিআই, রাষ্ট্রীয় জনতা দল, লোক জনতা দল, সমাজবাদী পার্টি, এনসিপি, ডিএমপির প্রতিনিধিরাও রাহুল গান্ধীর সঙ্গে বিমানে রওনা হন৷ রাহুলের সঙ্গে ছিলেন গুলাম নবি আজাদ৷ এর আগে তিনি দু’বার কাশ্মীর ঢোকার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে৷ তাঁকে জম্মু-কাশ্মীর থেকেই ফেরত পাঠানো হয় দিল্লিতে৷ আজ রাহুল গান্ধীর সফরসঙ্গী হন সীতারাম ইয়েচুরি, ডি রাজা, দীনেশ ত্রিবেদী৷

এর আগে কাশ্মীরে যাওয়ার প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে টুইট বিতর্কে জড়ান রাহুল গান্ধী৷ সেখানেই জম্মু-কাশ্মীর রাজ্যপাল রাহুলকে জানান, ৩৭০ ধারা নিয়ে কোনও মন্তব্য করার আগে কাশ্মীরে এসে পরিস্থিতি দেখে যেতে৷ সুযোগ বুঝে রাহুলও পাল্টা টুইট করেন৷ জানান, আমরা যেতে চাই৷ আমরা যাতে মানুষের সঙ্গে কথা বলতে পারি, তার ব্যবস্থা করুন৷ পাল্টা টুইট করেন সত্যপাল মালিক৷ বলেন, কবে আসবেন? রাহুল পাল্টা জানান, আমরা কবে যাচ্ছি তা আপনাকে নিশ্চয়ই জানাবো৷ তবে এটুকু নিশ্চিত করে বলুন, আমরা সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারব তো৷

এই টুইট যুদ্ধের পর আজ সরাসরি রাহুল গান্ধী নয় দলের প্রতিনিধিদের নিয়ে বিমানে রওনা হন৷ জানা গিয়েছে, কাশ্মীর বিমানবন্দরে নামা মাত্রই তাঁদের আটক করা হয়৷ পাঠানো হয় দিল্লিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *