নয়াদিল্লি: কমছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মনমোহন সিংয়ের নিরাপত্তা বহর৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকায় এপিজি সুরক্ষা তুলে নেওয়া হচ্ছে বলে খবর৷ এপিজি সুরক্ষা তুলে নিয়ে জেড প্লাস ক্যাটাগরির দেওয়া হতে পারে৷ এখন থেকে শুধুমাত্র মোদি-সোনিয়া রাহুল-প্রিয়াঙ্কারা পাবেন এপিজি নিরাপত্তা৷ তবে, এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও গোয়েন্দাদের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এহেন রিপোর্ট পাঠানো হয়েছে বলে খবর৷
গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছে কংগ্রেস৷ ইতিমধ্যেই মনমোহন সিংয়ের নিরাপত্তা কমিয়ে দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে সরব হতে চলেছে কংগ্রেস৷ জানানো হয়েছে, অটল বিহারী বাজপেয়ী মৃত্যুর আগে পর্যন্ত তিনি এসপিজি নিরাপত্তা পেতেন৷ কিন্তু কেন মনমোহন সিংয়ের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হবে? প্রশ্ন তুলছে কংগ্রেস৷
Ministry of Home Affairs (MHA): The current security cover review is a periodical and professional exercise based on threat perception that is purely based on professional assessment by security agencies. Dr. Manmohan Singh continues to have a Z+ security cover. pic.twitter.com/qYxxg2abI3
— ANI (@ANI) August 26, 2019
জালা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে৷ সেখানে প্রস্তাব পাঠানো হয়েছে, মনমোহন ছাড়া মোদি-সোনিয়া-রাহুল প্রিয়াঙ্কাকে এসপিডি নিরাপত্তা দেওয়া হবে৷ তবে, দেওয়া হবে না মনমোহন সিংয়ের এসপিজি সুরক্ষা৷ কারণ হিসেবে জানানো হয়েছে, যেহেতু মনমোহন সিং রাজনীতিতে খুব বেশি সক্রিয় নয় ও ছোটাছুটিও কম করেন, ফলে তাঁর ওপর হামলা হওয়ার আশঙ্কা খুবই কম৷ তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা তুলে নেওয়া নিয়ে গোটা দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক৷