চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই মুখ থুবড়ে পড়ল NRC, দেশছাড়া ১৯ লক্ষ!

অসম: দীর্ঘ বিতর্কের পর অবশেষে প্রকাশ হল অসমে চূড়ান্ত এনআরসির তালিকা৷ ওয়েবসাইটে এনআরসির তালিকা প্রকাশ হয়েছে৷ কিন্তু শুরুতেই মুখ থুবড়ে পড়েছে ওয়েবসাইট৷ সার্ভারের উপর চাপ পড়ে যাওয়ায় খুলছে না এনআরসির ওয়েবসাইট৷ আর তাতেই বিপাকে পড়েছেন অসমের কয়েক লক্ষ জনতা৷ এনআরসির তালিকা ঘিরে বিতর্ক ও অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই ২০ হাজার অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে মোতায়েন

চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই মুখ থুবড়ে পড়ল NRC, দেশছাড়া ১৯ লক্ষ!

অসম: দীর্ঘ বিতর্কের পর অবশেষে প্রকাশ হল অসমে চূড়ান্ত এনআরসির তালিকা৷ ওয়েবসাইটে এনআরসির তালিকা প্রকাশ হয়েছে৷ কিন্তু শুরুতেই মুখ থুবড়ে পড়েছে ওয়েবসাইট৷ সার্ভারের উপর চাপ পড়ে যাওয়ায় খুলছে না এনআরসির ওয়েবসাইট৷ আর তাতেই বিপাকে পড়েছেন অসমের কয়েক লক্ষ জনতা৷

এনআরসির তালিকা ঘিরে বিতর্ক ও অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই ২০ হাজার অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে মোতায়েন করা হয়েছে৷ জারি হয়েছে ১৪৪ ধারা৷ মাইকে মাইকে প্রশাসন গুজবে কান না দেওয়ার প্রচার শুরু করেছে৷ কন্ট্রোলরুম খুলেছে রাজ্য পুলিশ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল জানিয়েছেন, এনআরসি তালিকা প্রকাশিত হওয়ার পর কেউ আতঙ্কিত হবেন না৷ রাজ্যজুড়ে সর্তকতা জারি করা হয়েছে৷ গুজবে কান দিতে রাজ্যবাসীকে আর্জি জানিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, এই তালিকায় ২০ লক্ষ নাগরিকের নাম নতুন করে তোলা হয়েছে৷ ১৯ লক্ষ ছ’হাজার নানুষের নাম বাদ পড়েছে পড়েছে৷ তালিকায় রয়েছে প্রায় সাড়ে ৩ কোটি মানুষের নাম৷ (এই লিঙ্কে দেখুন NRC তালিকা- https://www.thefinalnrc.com/FinalNRC/Draft.htm)

ইতিমধ্যেই আজ বেলা ১০টায় চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে৷ এই চূড়ান্ত তালিকায় যাঁদের নাম উঠবে না তাঁদের জন্য আরও ১২০ দিনের সময়সীমা বাড়ানো হয়েছে৷ নথিপত্র দেখিয়ে ফের নাম নথিভুক্ত করা যেতে পারে বলেও জানানো হয়েছে অসম প্রশাসনের তরফে৷ ইতিমধ্যেই এনআরসির খসড়া তালিকায় ৪১ লক্ষ্য নাগরিকের নাম না ওঠায় শুরু হয়েছিল বিতর্ক৷

এবার ১৯ লক্ষ মানুষের নাম এনআরসি চূড়ান্ত তালিকায় প্রকাশিত না হওয়ায় নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷ গোটা পরিস্থিতির ওপর ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল৷ কংগ্রেস-তৃণমূল সহ অন্যান্য বিরোধীরাও এনআরসি চূড়ান্ত তালিকা উপর নজর রাখছে৷ প্রয়োজনে বিশেষ গণ-আন্দোলনের হুমকি দিয়ে রেখেছেন বিরোধীরা৷ শেষ মুহূর্তে যাঁদের নাম উঠল না, তাঁদের পাশে দাঁড়ানোর বার্তাও দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *