কোয়েম্বাটুর: আর চিন্তা নেই! এবার ক্যান্সার রোগ তুড়ি মেরে উড়িয়ে দেবে মোদি সরকার৷ তৈরি হচ্ছে ওষুধ৷ চিকিৎসা বিজ্ঞান ক্যান্সার রোগের ওষুধ প্রস্তুত করতে ব্যর্থ হলেও কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে জানিয়েছেন, খুব শীঘ্রই গোমূত্র দিয়ে ক্যান্সার নিরাময়ের ওষুধ তৈরি করতে চলেছে কেন্দ্র৷ গোমূত্র থেকেই ক্যান্সার রোগ পুরোপুরি সারানো সম্ভব!
একদিকে যখন ভারত চাঁদের বুকে হারিয়ে যাওয়া ল্যান্ডারের সন্ধানে প্রাণপাত ইসরোর, রাতদিন এক করে ল্যান্ডারের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যায় তা নিয়ে মাথার চুল ছিড়ছেন বিজ্ঞানীরা, তখন সেই কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়ে দিলেন, আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে ক্যান্সার রোগ নিরাময়ে ওষুধ তৌরি করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র৷ তবে কাজ তো শুরু হয়েছে ঠিক, কিন্তু গোমূত্র দিয়ে ক্যান্সার নিরাময় সম্ভব? চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের বিজ্ঞাপন তুলে ধরে এবার বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী৷
নিন্দুকেরা অনেকেই বলছেন, অশ্বিনীবাবু তো মন্ত্রী, তাই তিনি যা খুশি বলতে পারেন৷ সেটা বিজ্ঞানভিত্তিক হোক, আর নাই হোক৷ মন্ত্রী বলেছেন৷ মনতেই হবে চিকিৎসাবিজ্ঞানেরও! চিকিৎসাবিজ্ঞানীদের একাংশ বলছেন, বিজ্ঞান যখন তার কাজ চালিয়ে যাচ্ছে, ক্যান্সার রোগ নির্মূল করার লক্ষ্যে, তখন এই মারণ রোগ মুক্ত করতে আজও পর্যন্ত তার কোনও কূলকিনারা খুঁজে পাননি বিজ্ঞানীরা, তখন গোমূত্র দিয়ে ক্যান্সার নিরাময়ের বিষয়টি অবাস্তব৷
#WATCH Ashwini Choubey, Minister of State for Health: Several medicines are prepared today using cow urine, including the medicines for Cancer. Our Ayushman Ministry is also working on this. pic.twitter.com/OD3nWEj9ta
— ANI (@ANI) September 7, 2019
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ু কোয়েম্বাটুর একটি সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, এই মুহূর্তে ক্যান্সার নিরাময়ে গোমূত্র ব্যবহার করে ওষুধ তৈরি হচ্ছে৷ কেন্দ্রের আয়ুষ্মান যোজনার আওতায় এনে কাজ চলছে৷ এই মন্তব্যের এক কাঠি উপরে উঠে আগেই ভোপাল বিজেপি সাংসদের সাধ্বী প্রজ্ঞা জানিয়েছিলেন, তিনি নাকি ক্যান্সার রোগী ছিলেন৷ আর গোমূত্র সেবন করে তাঁর ক্যান্সার রোগ এক নিমিষেই উড়ে গিয়েছে৷ এখন তিনি সতেজ ও তরতাজা৷ বিজেপি সংসদের এই মন্তব্যে অনুপ্রাণিত হয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন গোমূত্র দিয়ে সবই সম্ভব, ক্যান্সার তো নস্যি৷