‘আদর্শ প্রেমিক’ হতে হবে, হিন্দু যুবতীকে বিয়ে করা মুসলিম যুবককে ‘সুপ্রিম’ নির্দেশ

নয়াদিল্লি: প্রেমিকার মন পেতে মুসলিম ধর্ম ছেড়ে হিন্দুত্ব গ্রহণ করেছেন এক যুবক৷ স্ত্রীর পরিবার যাতে তাঁকে মেনে নেয়৷ কিন্তু, ধর্ম পাল্টেও মন গলেনি পরিবারের৷ আর তার জেরেই মামলা ঠুকে বসলেন ওই যুবক৷ সেই মামলার শুনানিতে ধর্মান্তরিত যুবককে নয়া পরামর্শ দিল দেশের শীর্ষ আদালত৷ হরিয়ানার বিবাহ মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র নেতৃত্বে গঠিত বেঞ্চ সাফ

‘আদর্শ প্রেমিক’ হতে হবে, হিন্দু যুবতীকে বিয়ে করা মুসলিম যুবককে ‘সুপ্রিম’ নির্দেশ

নয়াদিল্লি: প্রেমিকার মন পেতে মুসলিম ধর্ম ছেড়ে হিন্দুত্ব গ্রহণ করেছেন এক যুবক৷ স্ত্রীর পরিবার যাতে তাঁকে মেনে নেয়৷ কিন্তু, ধর্ম পাল্টেও মন গলেনি পরিবারের৷ আর তার জেরেই মামলা ঠুকে বসলেন ওই যুবক৷ সেই মামলার শুনানিতে ধর্মান্তরিত যুবককে নয়া পরামর্শ দিল দেশের শীর্ষ আদালত৷

হরিয়ানার বিবাহ মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র নেতৃত্বে গঠিত বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, ভিন ধর্মের বিয়েতে কোনও আপত্তি থাকা উচিত নয়৷ কিন্তু মেয়েটির ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত জরুরি৷ ওই যুবকের প্রথম উচিত একজন ভরসাযোগ্য স্বামী ও অসাধারণ প্রেমিক হয়ে ওঠা৷

সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর এই মেয়েটির পিতার আইনজীবী আদালতে সওয়াল করেন, এটি এক ধরনের চক্র৷ মেয়েকে ফাঁসানো হয়েছে৷ এরপর সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট ওই যুবতীর স্বামীকে হলফনামা পেশ করে তাঁর বক্তব্য জানাতে বলা হয়৷ আর্য সমাজের মন্দিরে বিয়ের পর তিনি নাম পরিবর্তন করেছেন কি না, কিংবা ওই ব্যক্তির নাম পরিবর্তনে কোনও আইনি জটিলতা ঠিকঠাক করা হয়েছে কিনা তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত৷ এরপর সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, ধর্ম পরিবর্তন করলেই যে মোন পরিবর্তন হয়ে যায় এমনটা নয়৷ প্রথমে উভয়ে উভয়কে বুঝতে হবে৷ একে অপরের উপর নির্ভরশীল হতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =