কলকাতা: বিজেপি ক্ষমতায় ফিরলে বাংলায় চালু হবে এনআরসি৷ বাংলায় নির্বাচনী প্রচারে এসে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ৷ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পাওয়ার পর এবার বাংলায় এনআরসি চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করতে বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ উৎসবের মধ্যেই অমিত শাহের বাংলা সফর ঘিরে তুঙ্গে রাজনীতির ময়দান৷
জানা গিয়েছে, বিজেপির উদ্বাস্তু দপ্তরের আয়োজিত একটি সেমিনারে বাংলা এনআরসি চালু করার বিষয়ে আলোচনায় অংশ নিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানে এনআরসি চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন অমিত শাহ৷ একই সঙ্গে অমিত শাহের সফরে সময় বেশকিছু পুজো কমিটির মণ্ডপ উদ্বোধনের করার প্রস্তুতি নিতে শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ জানা গিয়েছে, অমিত শাহের রাজ্য সফরে ঘিরে রাজ্য বিজেপি দপ্তর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়৷ খুব সম্ভবত আগামী ১ অক্টোবর অথবা ৩ অক্টোবর রাজ্যে আসতে পারেন তিনি৷ ওই দিন দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে অমিত শাহ হাত ধরে প্রতিমা উদ্বোধন করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর৷ একই সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করতে পারেন তিনি৷
বিজেপির উদ্বাস্তু সেলের আয়োজিত সেমিনারে দিনভর এনআরসি নিয়ে আলোচনা শেষে ওই দিন সন্ধ্যায় অমিত শাহকে নিয়ে বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করাতে পারে বিজেপি৷ তবে কলকাতায় অমিত শাহের পুজো উদ্বোধনের বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ বিজেপি নেতৃত্ব৷ অমিত শাহের রাজ্য সফরে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে চলেছে বঙ্গ বিজেপি শিবির৷