নয়াদিল্লি: এবার সরাসরি ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে কাঠগড়ায় তুলে আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ভারতীয় বহুদলীয় ব্যবস্থাকে তীব্র কটাক্ষ করে একদলীয় গণতন্ত্রের পক্ষে সওয়াল করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ বিজেপির শীর্ষ নেতার এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক৷
দিল্লিতে একটি সভায় অমিত শাহ বলেন, ‘‘বহুদলীয় ব্যবস্থা দেশবাসীর মনে প্রশ্ন তুলে দিয়েছে৷ এই ব্যবস্থা কি দেশবাসীর আশা পূরণ করতে পেরেছে? স্বাধীনতার ৭০ বছর পর এই নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছে৷ এই বহুদলীয় ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ৷’’ যদিও এর আগে ‘এক দেশ এক নির্বাচনে’র পক্ষে সওয়াল করেছিলেন অমিত শাহ৷ ‘এক দেশ এক ভাষা’র পক্ষেও নিজের মতামত জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এবার দেশে বহুদলীয় ব্যবস্থা তুলে এক দেশের পক্ষেই সওয়াল করলেন তিনি৷
পর্যবেক্ষক মহলের প্রশ্ন, তবে কি বিজেপি চাইছে ব্রিটিশের মতো আজীবন দেশ শাসন চালিয়ে যেতে? তবে কি বহুদলীয় ব্যবস্থা তুলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে লাটে তুলে দিতে চাইছেন বিজেপি সভাপতি? এই নিয়ে কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ভারতের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে এবার লোপাট করে দিতে চাইছেন অমিত শাহ৷ বিজেপি চাইছে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে দিয়ে বিজেপির শাসন কায়েম করতে৷ এর মাধ্যমে দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দিকে পা বাড়াচ্ছে বিজেপি৷