অমিত-মমতা বৈঠক: রাজীব ইস্যুতে কী বললেন মুখ্যমন্ত্রী?

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এবার স্বরাষ্ট্র মন্ত্রকের গিয়ে অমিত শাহের সঙ্গে প্রথম বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব কুমার বিতর্ক এড়িয়ে এনআরসি ইস্যুতে নিজেদের অবস্থান জানান মুখ্যমন্ত্রী৷ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে৷ আজ অমিত শাহের সঙ্গে বৈঠক করলাম৷ খুব কমই দিল্লিতে

অমিত-মমতা বৈঠক: রাজীব ইস্যুতে কী বললেন মুখ্যমন্ত্রী?

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এবার স্বরাষ্ট্র মন্ত্রকের গিয়ে অমিত শাহের সঙ্গে প্রথম বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব কুমার বিতর্ক এড়িয়ে এনআরসি ইস্যুতে নিজেদের অবস্থান জানান মুখ্যমন্ত্রী৷

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে৷ আজ অমিত শাহের সঙ্গে বৈঠক করলাম৷ খুব কমই দিল্লিতে আসি আমি৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গেও কথা বলে গেলাম৷’’ এদিন এনআরসি ইস্যুতে বলেন, ‘‘১৯ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে অসমের এনআরসি থেকে৷ বাংলাভাষী, হিন্দিভাষী গোর্খাদের নাম বাদ দেওয়া হয়েছে৷ এই নিয়ে আমরা উদ্বিগ্ন৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই নিয়ে কথা হয়েছে৷ সব বৈধ নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি৷ বাংলায় নাগরিকপঞ্জি নিয়ে কোনও কথা হয়নি৷’’ বাংলায় কোন পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিহারও নাগরিকপঞ্জি নিয়ে আলোচনা হয়েছে৷ সেখানে নীতীশ কুমার বলেছেন, সেখানে এনআরসি করার কোন প্রয়োজন নেই৷ আমরা বলছি বাংলাতে এনআরসির প্রয়োজন নেই৷ অমিত শাহ বলেছেন অসমের বিষয়টি তিনি নিজে দেখবেন৷ আমি মনে করি স্বাধীন ভারতের নতুন করে কাউকে পরাধীন হওয়ার কোনও কারণ নেই৷’’ একই সঙ্গে বাংলার রেশন ব্যবস্থা ও সীমান্ত সুরক্ষা নিয়ে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘রাজ্যের একাধিক আন্তর্জাতিক সীমান্ত রয়েছে৷ সেই বিষয়ে আলোচনা হয়েছে৷’’

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজিব কুমারের প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা রাজনৈতিক ষড়যন্ত্র৷’’ এর পর দ্বিতীয় বার রাজীব বিতর্কে প্রশ্ন উঠতেই এড়িয়ে যান মুখ্যমন্ত্রী! ভিড়ে ঠাসা সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের নর্থ ব্লক ছেড়ে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nine =