নয়াদিল্লি: হরিয়ানা ও মহারাষ্ট্রের ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের৷ মহারাষ্ট্রে ২৮৮ আসনের ও হরিয়ানার ৯০টি আসনে ভোট হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে জানানো হয়েছে, হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ নভেম্বর৷ মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ ৯ নভেম্বর৷ মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন ঘোষণায় নতুন করে শুরু ভোটযুদ্ধ৷
নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশনার সুনিল আরোরা জানিয়েছেন, হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হবে ২১ অক্টোবর৷ দু’দফায় ভোটগ্রহণ গণনা দিন ধার্য হয়েছে৷ দু’রাজ্যের ২৪ অক্টোবর ভোট গ্রহণ হবে৷ আগামী ২৩ সেপ্টেম্বরে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ দু’রাজ্যের ভোট গণনা একই দিনে করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ আগামী ২৩ তারিখের পর থেকে নির্বাচনী বিধি নিষেধ জারি হবে বলেও জানিয়েছেন আরোরা৷
এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিসগড়, অসম, গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মেঘালয়, ওড়িশা, পুডুচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশের ৬৪টি কেন্দ্রে উপ-নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে৷ ২১ অক্টোবর উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে৷ গণনা ২৪ অক্টোবর৷
Chief Election Commissioner, Sunil Arora: Haryana & Maharashtra Assembly elections to be held on 21st October, counting on 24th October. pic.twitter.com/nF6lcJ4Log
— ANI (@ANI) September 21, 2019
Chief Election Commissioner, Sunil Arora: Haryana & Maharashtra Assembly elections to be held on 21st October, counting on 24th October. pic.twitter.com/nF6lcJ4Log
— ANI (@ANI) September 21, 2019
Chief Election Commissioner, Sunil Arora: Election campaigns impose an environmental cost upon us. We appeal to political parties to avoid use of plastic and use only environment-friendly material in their campaigns. pic.twitter.com/7WRThs4K6P
— ANI (@ANI) September 21, 2019
Chief Election Commissioner, Sunil Arora: Special security arrangements will be made for LWE affected areas in Gadchiroli and Gondia in #Maharashtra. pic.twitter.com/e5pp60elke
— ANI (@ANI) September 21, 2019
Chief Election Commissioner, Sunil Arora: Haryana has 1.82 crore registered voters and Maharashtra has 8.94 crore voters. https://t.co/mgNg95qp96 pic.twitter.com/s42WmB9PBF
— ANI (@ANI) September 21, 2019
Chief Election Commissioner, Sunil Arora: The 5-year term of the Legislative Assemblies of Haryana and Maharashtra expires on 2nd November and 9th November. pic.twitter.com/OXvoULRweU
— ANI (@ANI) September 21, 2019
মহারাষ্ট্র ও হরিয়ানার পরপর ডিসেম্বর মাসের আগেই ঝাড়খন্ড ও দিল্লির বিধানসভা নির্বাচন হতে পারে৷ হরিয়ানা বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে ২ নভেম্বর ও মহারাষ্ট্র বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে ৯ নভেম্বর৷ দিল্লি বিধানসভা মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি৷ ঝাড়খণ্ডের মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ৫ জানুয়ারি৷ তারপর ২০২১ সালে রয়েছে বাংলার বিধানসভা নির্বাচন৷ লোকসভা নির্বাচনের ভোট যুদ্ধ শেষ হতে না হতেই ফের শুরু নির্বাচনী প্রস্তুতি৷