উৎসবের মুখে দু’রাজ্যের নির্বাচন ঘোষণা কমিশনের

নয়াদিল্লি: হরিয়ানা ও মহারাষ্ট্রের ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের৷ মহারাষ্ট্রে ২৮৮ আসনের ও হরিয়ানার ৯০টি আসনে ভোট হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে জানানো হয়েছে, হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ নভেম্বর৷ মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ ৯ নভেম্বর৷ মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন ঘোষণায় নতুন করে শুরু ভোটযুদ্ধ৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে জাতীয়

উৎসবের মুখে দু’রাজ্যের নির্বাচন ঘোষণা কমিশনের

নয়াদিল্লি: হরিয়ানা ও মহারাষ্ট্রের ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের৷ মহারাষ্ট্রে ২৮৮ আসনের ও হরিয়ানার ৯০টি আসনে ভোট হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে জানানো হয়েছে, হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ নভেম্বর৷ মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ ৯ নভেম্বর৷ মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন ঘোষণায় নতুন করে শুরু ভোটযুদ্ধ৷

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশনার সুনিল আরোরা জানিয়েছেন, হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হবে ২১ অক্টোবর৷ দু’দফায় ভোটগ্রহণ গণনা দিন ধার্য হয়েছে৷ দু’রাজ্যের ২৪ অক্টোবর ভোট গ্রহণ হবে৷ আগামী ২৩ সেপ্টেম্বরে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ দু’রাজ্যের ভোট গণনা একই দিনে করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ আগামী ২৩ তারিখের পর থেকে নির্বাচনী বিধি নিষেধ জারি হবে বলেও জানিয়েছেন আরোরা৷

এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিসগড়, অসম, গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মেঘালয়, ওড়িশা, পুডুচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশের ৬৪টি কেন্দ্রে উপ-নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে৷ ২১ অক্টোবর উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে৷ গণনা ২৪ অক্টোবর৷

মহারাষ্ট্র ও হরিয়ানার পরপর ডিসেম্বর মাসের আগেই ঝাড়খন্ড ও দিল্লির বিধানসভা নির্বাচন হতে পারে৷ হরিয়ানা বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে ২ নভেম্বর ও মহারাষ্ট্র বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে ৯ নভেম্বর৷ দিল্লি বিধানসভা মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি৷ ঝাড়খণ্ডের মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ৫ জানুয়ারি৷ তারপর ২০২১ সালে রয়েছে বাংলার বিধানসভা নির্বাচন৷ লোকসভা নির্বাচনের ভোট যুদ্ধ শেষ হতে না হতেই ফের শুরু নির্বাচনী প্রস্তুতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =