নয়াদিল্লি: নরেন্দ্র মোদির মুকুটে নয়া পালক৷ স্বচ্ছ ভারত অভিযানের স্বীকৃতি হিসাবে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গ্লোবাল গোলকিপার সম্মানে সম্মানিত করল বিল গেটসের ফাউন্ডেশন৷ মার্কিন মুলুকে প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়৷
বিল গেটসের হাত থেকে পুরস্কার নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কার তিনি দেশবাসীকে উৎসর্গ করছেন৷ কেননা, রাষ্ট্রসংঘের লক্ষ্যমাত্রা পূরণে গোটা দেশকে পরিচ্ছন্ন রাখার জন্য তিনি দেশবাসীর সহযোগিতার জন্য এই পুরস্কার পাওয়া গিয়েছে বলেও জানান মোদি৷ ১৩০ কোটি মানুষের অঙ্গীকারে যেই এই সাফল্য বলেও দাবি করেছেন তিনি৷
ভারতের এই স্বচ্ছভারত অভিযান মিশন এখন গণআন্দোলনে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেছেন মোদি৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে গত পাঁচ বছরে ১১ কোটি বেশি শৌচাগার তৈরি হয়েছে৷ যা গোটা পৃথিবীতে রেকর্ড৷ এখন দেশের মহিলারা গর্ববোধ করেন বলেও জানিয়েছেন মোদি৷ এদিনের অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদি বিল গেটস ও তাঁর স্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন৷