বিশ্বমঞ্চে ইমরান খানের হাটে হাঁড়ি ভাঙলেন বঙ্গতনয়া, তুললেন ৫ প্রশ্ন

নিউ ইয়র্ক: রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া প্রশ্নে বিদ্ধ করলেন বঙ্গ তনয়া৷ ভারতের প্রথম রাষ্ট্রসংঘের সচিব বিদিশা মৈত্র সরাসরি লাদেনকে সমর্থনের প্রসঙ্গ তুলে বিশ্বমঞ্চে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রশ্নবানে বিদ্ধ করেন৷ শুক্রবার রাতে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাষণ দেন৷ এই ভাষণের পরিপ্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচটি প্রশ্ন ছুড়ে দেন ভারতের প্রথম

বিশ্বমঞ্চে ইমরান খানের হাটে হাঁড়ি ভাঙলেন বঙ্গতনয়া, তুললেন ৫ প্রশ্ন

নিউ ইয়র্ক: রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া প্রশ্নে বিদ্ধ করলেন বঙ্গ তনয়া৷ ভারতের প্রথম রাষ্ট্রসংঘের সচিব বিদিশা মৈত্র সরাসরি লাদেনকে সমর্থনের প্রসঙ্গ তুলে বিশ্বমঞ্চে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রশ্নবানে বিদ্ধ করেন৷

শুক্রবার রাতে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাষণ দেন৷ এই ভাষণের পরিপ্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচটি প্রশ্ন ছুড়ে দেন ভারতের প্রথম রাষ্ট্রসংঘের সচিব বিদিশা মৈত্র৷ পাক প্রধানমন্ত্রীর ভাষণকে ঘৃণ্য মন্তব্য বলেও ব্যাখ্যা করেন তিনি৷ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান যেভাবে পরমাণু হুমকি দিচ্ছে সেটি রাষ্ট্রনায়কের পরিচয় নয়৷ পাক প্রধানমন্ত্রী কি অস্বীকার করতে পারবেন তিনি ওসামাবিন লাদেনকে সমর্থন করেননি৷ পাকিস্তান কি একবারের জন্যও এই উত্তর দেবে? ইমরান খান তিনি কি স্বীকার করবেন, বর্তমানে রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত ১৩০ জন সন্ত্রাসী ও ২৫টি জঙ্গি গোষ্ঠীর আশ্রয়দাতা?

তাঁর আরও দাবি, ১৯৪৭ সালে পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় ছিলেন ২৩ শতাংশ৷ আজ তা কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে৷ খ্রিস্টান, শিখ, হিন্দুরা আজ অত্যাচারিত৷ নির্মম নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তরিত করে দিয়েছে৷ এর পরও শান্তির বার্তা দেবে পাকিস্তান? পাকিস্তান কি মেনে নেবে তাঁরা জঙ্গিদের অর্থ বরাদ্দ ও জঙ্গিদের পেনশনের ব্যবস্থা করেছেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *