নয়াদিল্লি: নির্ধারিত ছিল মাত্র ১৫ মিনিট৷ কিন্তু সেই নির্দেশকে কার্যত উড়িয়ে ৫১ মিনিট ধরে রাষ্ট্রসংঘে শুক্রবার ভাষণ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ৫১ মিনিটের দীর্ষ ভাষণের ২৬ মিনিট ধরে কাশ্মীর ইস্যুতে গলা ফাটিয়ে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী৷ পাক প্রধানমন্ত্রী সেই দীর্ঘ ভাষণের পর মাত্র ৫ পাঁচটি প্রশ্নের কার্যত ইমরানকে ধুয়ে দিয়েছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রথম একনিষ্ঠতব সচিব বিদিশা মৈত্র৷ কিন্তু জানেন কি, এই বিদিশা মৈত্র কে?ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর সন্ধান শুরু হয়েছে৷
জানা গিয়েছে, ২০১৯ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ক্যাডার ছিলেন তিনি৷ ২০০৮ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি৷ গোটা দেশের মধ্যে ৩৯ তম স্থান দখল করেন বিদিশা৷ এরপর ২০০৯ সালে বিদেশমন্ত্রকের সেরা শিক্ষানবিশ অফিসার হিসাবে শিরোপা পান৷ তাঁকে দেওয়া হয় স্বর্ণপদক৷ এই মুহূর্তে তিনি রাষ্ট্রসংঘের ভারতের সব থেকে কনিষ্ঠতম সদস্য৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত কোন কোন বিষয়ে তুলে ধরবে, কোন কোন বিষয়ে আলোচনা করবে, তা নির্ধারণ করার দায়িত্ব রয়েছে এই কূটনীতিকের হাতে৷
#WATCH Vidisha Maitra, First Secretary MEA exercises India’s right of reply to Pakistan PM Imran Khan’s speech says, “Can Pakistan PM confirm the fact it is home to 130 UN designated terrorists and 25 terrorist entities listed by the UN, as of today?” pic.twitter.com/vGFQH1MIql
— ANI (@ANI) September 28, 2019
শুক্রবার রাতে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাষণ দেন৷ এই ভাষণের পরিপ্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচটি প্রশ্ন ছুড়ে দেন ভারতের প্রথম রাষ্ট্রসংঘের সচিব বিদিশা মৈত্র৷ পাক প্রধানমন্ত্রীর ভাষণকে ঘৃণ্য মন্তব্য বলেও ব্যাখ্যা করেন তিনি৷ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান যেভাবে পরমাণু হুমকি দিচ্ছে সেটি রাষ্ট্রনায়কের পরিচয় নয়৷ পাক প্রধানমন্ত্রী কি অস্বীকার করতে পারবেন তিনি ওসামাবিন লাদেনকে সমর্থন করেননি৷ পাকিস্তান কি একবারের জন্যও এই উত্তর দেবে? ইমরান খান তিনি কি স্বীকার করবেন, বর্তমানে রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত ১৩০ জন সন্ত্রাসী ও ২৫টি জঙ্গি গোষ্ঠীর আশ্রয়দাতা?
তাঁর আরও দাবি, ১৯৪৭ সালে পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় ছিলেন ২৩ শতাংশ৷ আজ তা কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে৷ খ্রিস্টান, শিখ, হিন্দুরা আজ অত্যাচারিত৷ নির্মম নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তরিত করে দিয়েছে৷ এর পরও শান্তির বার্তা দেবে পাকিস্তান? পাকিস্তান কি মেনে নেবে তাঁরা জঙ্গিদের অর্থ বরাদ্দ ও জঙ্গিদের পেনশনের ব্যবস্থা করেছেন?