দেশের অবস্থা দেখে কষ্ট পাচ্ছে মহাত্মা গান্ধীর আত্মা: সোনিয়া

নয়াদিল্লি: নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ভাগ্যবিধাতা বলে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী৷ আজ গান্ধীজিকে স্মরণ করতে গিয়ে সোনিয়া গান্ধীর জানান, বর্তমানে দেশের অবস্থা দেখে কষ্ট পাচ্ছে মহাত্মা গান্ধীর আত্মা৷ এদিন নাম না করে মোদি-অমিতকে আক্রমণ করতে গিয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘‘গত ৪-৫ বছর ধরে ভারতের যা অবস্থা হয়ে গিয়েছে, আমার মনে

3 stocks recomended

নয়াদিল্লি: নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ভাগ্যবিধাতা বলে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী৷ আজ গান্ধীজিকে স্মরণ করতে গিয়ে সোনিয়া গান্ধীর জানান, বর্তমানে দেশের অবস্থা দেখে কষ্ট পাচ্ছে মহাত্মা গান্ধীর আত্মা৷

এদিন নাম না করে মোদি-অমিতকে আক্রমণ করতে গিয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘‘গত ৪-৫ বছর ধরে ভারতের যা অবস্থা হয়ে গিয়েছে, আমার মনে হয়, এই অবস্থা দেখে গান্ধীজীর আত্মাও দুঃখ পাচ্ছেন৷ এই সময়ে ভারতের ভাগ্যবিধাতা বলে মনে করা সমস্ত ব্যক্তিদের আমি নম্রতার সঙ্গে বলতে চাই, গান্ধীজি হিংসার নয় প্রেমের প্রতীক ছিলেন৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয় গান্ধীজি ছিলেন জনতার প্রতিচ্ছবি৷ যে যা খুশি দেখানোর রাজনীতি করতে পারেন, কিন্তু গান্ধীজির দেখানও পথেই কংগ্রেস আজও চলছে৷ আর কংগ্রেস আগামীদিনে গান্ধীজির দেখানো পথেই চলবে৷’’

এদিন গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে পদযাত্রা আয়োজন করে কংগ্রেস৷ অংশ নেন রাহুল গান্ধী৷ লখনউয়ে পদযাত্রায় অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী৷ দিল্লিতে পদযাত্রা করেন রাহুল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =