মুম্বই: স্কুল পড়ুয়ারা তাঁকে সম্বোধন করত ‘খিচুড়ি আন্টি’ বলে৷ সেই সূত্রে অভিভাবকদের কাছেও তাঁর নাম ছিল ওটাই৷ মিড ডে মিলের হেঁশেল থেকে অমিতাভ বচ্চনের কৌন বানেগা ক্রোড়পতির মঞ্চে নিজেকে চিনিয়েছেন মহারাষ্ট্রের ববিতা তাড়ে৷ বিগ-বির সামনে হট সিটে বসে প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিয়েছেন কোটি টাকা৷ এবার তাঁকেই মহারাষ্ট্রের অমরাবতী জেলায় মুখ হিসেবে তুলে ধরল নির্বাচন কমিশন৷
আগামী ২১ অক্টোবর ভোটগ্রহণ হবে মহারাষ্ট্রে৷ নির্বাচনের কথা মাথায় রেখে ১৫ দিন ধরে কমিশন চালাবে ভোটারদের সচেতন প্রচার৷ কীভাবে ইভিএমে ভোট দিতে হয়, কীভাবে ভিভিপ্যাট মেশিন ব্যবহার করতে হয়, সেই বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাবে নির্বাচন কমিশন৷ সেই কর্মসূচিতে অ্যাম্বাস্যাডর করা হয়েছে ববিতাকে৷
কমিশনের তরফে জানানো হয়েছে অমরাবতী কেন্দ্রে ভোটার ববিতা৷ শুধু ওই কেন্দ্র নয়, গোটা জেলায় প্রচারে নিয়ে যাওয়া হবে তাঁকে৷ উদ্দেশ্য একটাই, এই গণতন্ত্রের উৎসব সকলের৷ কোনও তথাকথিত সেলিব্রেটি নয়, একজন মিড ডে মিলের কর্মীর সাফল্য কার্যত তুলে ধরতে চাইছে কমিশন৷
অমরাবতীর সূর্যগ্রামে ছাপোষা গৃহবধূ কবিতা৷ স্বপ্ন ছিল একটা মোবাইল কেনার৷ তারপর কেবিসির মঞ্চ পর্যন্ত কীভাবে যে তিনি চলে গিয়েছেন, সেটা তাঁর নিজের কাছে আজও রহস্য বলে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি৷ কোটি টাকা জিতে চমকে দিয়েছিলেন নিজের গ্রাম ও গোটা দেশকে৷ এবার ফের নির্বাচন কমিশনের প্রচারের মুখ হয়ে চমক দিলেন সেই ববিতা৷