রাফাল যুদ্ধবিমানে পুজো দিয়ে বাসুসেনার শক্তি বাড়ালেন রাজনাথ

নয়াদিল্লি: তাকে ঘিরে কম বিতর্ক হয়নি৷ ভারতের বুকে পা রাখার আগেই দেশের রাজনীতিতে উঠে ছিল ঝড়৷ মামলা গড়িয়েছিল আদালতে৷ মোদি সরকারের দুর্নীতি ফাঁস করতে গিয়ে বারংবার বিড়ম্বনায় পড়েছিলেন রাহুল গান্ধী৷ কিন্তু, সেই অভিযোগ টেকেনি৷ এবার সেই সমস্ত বিতর্কের জল ঢেলে ভারতে পা রাখতে চলেছে প্রথম রাফাল যুদ্ধবিমান৷ ৩৬ টি যুদ্ধবিমানের মধ্যে প্রথম দফায় ভারতে পৌঁছাবে

রাফাল যুদ্ধবিমানে পুজো দিয়ে বাসুসেনার শক্তি বাড়ালেন রাজনাথ

নয়াদিল্লি: তাকে ঘিরে কম বিতর্ক হয়নি৷ ভারতের বুকে পা রাখার আগেই দেশের রাজনীতিতে উঠে ছিল ঝড়৷ মামলা গড়িয়েছিল আদালতে৷ মোদি সরকারের দুর্নীতি ফাঁস করতে গিয়ে বারংবার বিড়ম্বনায় পড়েছিলেন রাহুল গান্ধী৷ কিন্তু, সেই অভিযোগ টেকেনি৷ এবার সেই সমস্ত বিতর্কের জল ঢেলে ভারতে পা রাখতে চলেছে প্রথম রাফাল যুদ্ধবিমান৷ ৩৬ টি যুদ্ধবিমানের মধ্যে প্রথম দফায় ভারতে পৌঁছাবে চারটি রাফাল বিমান৷ আর তার আগেই ফ্রান্সের দাঁড়িয়ে রাফাল পুজো দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷

আজ, বিজয় দশমীর দিনে আনুষ্ঠানিকভাবে প্যারিস থেকে ভারতে হাতে রাফাল যুদ্ধবিমান হস্তান্তর করা হয়৷ ‌রাফাল যুদ্ধবিমান হাতে পাওয়ার পর প্যারিসের মাটিতে দাঁড়িয়ে রাফাল যুদ্ধবিমানের পুজো দিলেন রাজনাথ৷ নিজে হাতে রাফাল যুদ্ধবিমানের গায়ে সিঁদুর দিয়ে লিখে দিলেন ‘ওম’৷ লেবু, নারকেল, ফুল দিয়ে করা হল পুজো৷

রাফাল যুদ্ধবিমান পুজো দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করার পর রাজনাথ সিং সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, রাফাল যুদ্ধবিমান ভারতের হাতে আশায় তিনি দারুণ উত্তেজিত৷ আর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় বায়ুসেনা রাফাল যুদ্ধবিমান হাতে পাবে বলেও জানিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, ফ্রান্সের ভিলা বায়ু সেনা ঘাঁটিতে আজ পৌঁছে যান দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ সেখানে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের হাত থেকে রাফালের হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করেন৷ এই রাফাল যুদ্ধবিমানের নামকরণ করা হয়েছে এয়ার চিফ মার্শাল আরকে ভাদুরিয়ার নামে৷ প্রথম রাফাল যুদ্ধবিমানের নাম দেয়া হয়েছে আরবি-ওয়ান৷ জানা গিয়েছে ৩৬টি রাফাল যুদ্ধবিমান চিনতে ৬০ হাজার কোটি টাকা খরচ করবে ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 4 =