আরও ১৫০টি ট্রেনের দায়িত্ব যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে

নয়াদিল্লি: বেসরকারিকরণের পথে আরও একধাপ এগোল রেল৷ আইআরসিটিসির হাতে এক জোড়া ট্রেন চালানোর পুরোপুরি দায়িত্ব তুলে দেওয়ার পর এবার দ্বিতীয় ধাপে অন্তত ১৫০টি ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চলেছে ভারতীয় রেল৷ রেল বোর্ডকে নীতি আয়োগের এই প্রস্তাব ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর কিছু দিনের মধ্যে বেসরকারি সংস্থা চালাবে

b81920e5df1790348a42500e187a2990

আরও ১৫০টি ট্রেনের দায়িত্ব যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে

নয়াদিল্লি: বেসরকারিকরণের পথে আরও একধাপ এগোল রেল৷ আইআরসিটিসির হাতে এক জোড়া ট্রেন চালানোর পুরোপুরি দায়িত্ব তুলে দেওয়ার পর এবার দ্বিতীয় ধাপে অন্তত ১৫০টি ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চলেছে ভারতীয় রেল৷ রেল বোর্ডকে নীতি আয়োগের এই প্রস্তাব ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক৷

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর কিছু দিনের মধ্যে বেসরকারি সংস্থা চালাবে যাত্রীবাহী ট্রেন৷ প্রথম পর্যায়ে দেশের ১৫০টি ট্রেন চালাবে বেসরকারি বিভিন্ন সংস্থা৷ এই মর্মে নীতি আয়োগের তরফে রেলমন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে৷ যদিও আগেই রেলের তরফে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে৷ নয়া ব্যবস্থা কার্যকর হলে ভারতীয় রেলের আমূল পরিবর্তন আসবে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *