জঙ্গিদের শিকড় উপড়ে ফেলার চেষ্টা করছি, ঘোষণা অমিত শাহের

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে সন্ত্রাসবাদীদের শিকড় উপড়ে ফেলার চেষ্টা করেছে কেন্দ্র সরকার৷ সেই সঙ্গে জম্মু-কাশ্মীরে উন্নয়নের দিকটা মাথায় রাখতে হয়েছে সরকারকে৷ ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা নিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আমিত শাহ জানিয়েছেন, কাশ্মীর পরিস্থিতি এখন অনেক ভালো৷ সবকিছু ক্রমশ স্বাভাবিক হয়ে

LogoTransparency1

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে সন্ত্রাসবাদীদের শিকড় উপড়ে ফেলার চেষ্টা করেছে কেন্দ্র সরকার৷ সেই সঙ্গে জম্মু-কাশ্মীরে উন্নয়নের দিকটা মাথায় রাখতে হয়েছে সরকারকে৷ ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা নিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আমিত শাহ জানিয়েছেন, কাশ্মীর পরিস্থিতি এখন অনেক ভালো৷ সবকিছু ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে৷ এই মুহূর্তে রাজ্যে ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের ভোট প্রক্রিয়া চলছে৷ এই ভোট প্রক্রিয়া প্রসঙ্গ তুলে তিনি কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবি জানিয়েছেন৷

বলেন, মোদি সরকার রাজ্যের উন্নয়নে প্রথম সাড়ে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে৷ এর মধ্যেই সেই টাকা কেন্দ্র সরাসরি পঞ্চায়েতের হাতে তুলে দিয়েছে৷ রাজ্যের প্রতিটি গ্রামের জন্য আলাদাভাবে টাকা পাঠানো হয়েছে৷ এই টাকা গ্রামোন্নয়নের জন্য ব্যবহার করা হবে৷ কীভাবে ও কোন পথে সেই টাকা খরচ করা হবে তার একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে৷ ওই কমিটি গোটা উপত্যকায় ১৫ বছরের উন্নয়নের রোডম্যাপ তৈরি করবে৷ আমি বিশ্বাস করি কাশ্মীরে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকাঠামো ও পর্যটনের উন্নয়নে সুযোগ রয়েছে৷ আমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে উপত্যাকায় উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *