আজ মোদি সরকারের প্রথম অগ্নিপরীক্ষা, ভোটের লাইনে হরিয়ানা-মহারাষ্ট্র

নয়াদিল্লি: আজ মহারাষ্ট্রে ২৮৮ আসন ও হরিয়ানার ৯০টি আসনে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন৷ এখানে যুযুধান কংগ্রেস ও বিজেপি৷ বিজেপি সেই কাশ্মীর ইস্যু তুলে ধরে বাজিমাত করার বার্তা দিয়েছে৷ নাছোড় কংগ্রেস৷ তাও জানিয়েছে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে চলবেই৷ দ্বিতীয়বার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর এই প্রথম দুই রাজ্যের নির্বাচনের মুখোমুখি হতে চলেছে বিজেপি৷ অগ্নিপরীক্ষায় সফল হতে

নয়াদিল্লি: আজ মহারাষ্ট্রে ২৮৮ আসন ও হরিয়ানার ৯০টি আসনে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন৷ এখানে যুযুধান কংগ্রেস ও বিজেপি৷ বিজেপি সেই কাশ্মীর ইস্যু তুলে ধরে বাজিমাত করার বার্তা দিয়েছে৷ নাছোড় কংগ্রেস৷ তাও জানিয়েছে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে চলবেই৷ দ্বিতীয়বার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর এই প্রথম দুই রাজ্যের নির্বাচনের মুখোমুখি হতে চলেছে বিজেপি৷ অগ্নিপরীক্ষায় সফল হতে হরিয়ানা ও মহারাষ্ট্রে মোদি-অমিত লাগাতার প্রচার যুদ্ধ চালিয়ে গিয়েছেন৷

এই দুই রাজ্যের রাজনৈতিক সমীকরণ কী? শোনা যায়, মহারাষ্ট্রের যুযুধান দুই রাজনৈতিক দল বিজেপি ও শিবসেনা৷ আর টক্কর দিতে তৈরি কংগ্রেস-এনসিপির জোট৷ এছাড়াও রয়েছে এমএনএস, বিএসপি, সিপিএম, সিপিআইএম৷ মোট ৩ হাজার ২৩৭ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা শুরু হয়েছে৷ শিবসেনার সঙ্গে এখানে বিজেপি একটা ঠান্ডা লড়াই চলছে৷ হরিয়ানায় সম্মুখসমরে নেমেছে কংগ্রেস-বিজেপি৷ মোট ১ হাজার ১৬৯ প্রার্থীর ভোট ভাগ্য নির্ধারিতের কাজ চলছে৷ আজ দেশজুড়ে বিভিন্ন রাজ্যে বিধানসভা উপনির্বাচন চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =