চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে নয়া মিসাইল তৈরি করছে ভারত

নয়াদিল্লি: ভারতের হাতে ইতিমধ্যেই চলে এসেছে সুপারসনিক প্রযুক্তির ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র৷ তবে তাতেও খুশি হতে পারছে না প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷ ফলে, এবার আরও একধাপ এগিয়ে হাইপারসনিক প্রযুক্তির অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বানানোর পরিকল্পনা হাতে নিল প্রতিরক্ষামন্ত্রক৷ সূত্রের খবর, এই ক্ষেপণাস্ত্র আরও দ্রুতগতির ও উন্নত মানের হবে৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা সরকারের এখন প্রথম লক্ষ্য৷ এই ব্যাপারে

নয়াদিল্লি: ভারতের হাতে ইতিমধ্যেই চলে এসেছে সুপারসনিক প্রযুক্তির ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র৷ তবে তাতেও খুশি হতে পারছে না প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷ ফলে, এবার আরও একধাপ এগিয়ে হাইপারসনিক প্রযুক্তির অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বানানোর পরিকল্পনা হাতে নিল প্রতিরক্ষামন্ত্রক৷

সূত্রের খবর, এই ক্ষেপণাস্ত্র আরও দ্রুতগতির ও উন্নত মানের হবে৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা সরকারের এখন প্রথম লক্ষ্য৷ এই ব্যাপারে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার কাজ প্রায় শেষ করে এনেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন৷ খুব শীঘ্রই এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই এই হাইপারসনিক মিসাইল তৈরির চেষ্টা করছিল ভারত৷

স্বাভাবিকভাবেই ভারতের এই সিদ্ধান্তে আতঙ্কে ভুগছে পাকিস্তান৷ কেননা ভারতের হাতে হাইপারসনিক মিসাইল চলে এলে যে কোনও যুদ্ধে চিন ও পাকিস্তানকে ধরাশায়ী করে দিতে পারে ভারত৷ আর সেই লক্ষ্যেই চিন ও পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে নয়া ক্ষেপণাস্ত্র তৈরি পথে হাঁটতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ নয়া এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার হাতে চলে এলে সেনাবাহিনীর মনোবল ও শক্তি আরও কয়েকগুণ বেড়ে যাবে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 18 =