নমো ম্যাজিক ফিকে হতেই জরুরি বৈঠকে মোদি-শাহ

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার৷ লোকসভা নির্বাচনের পর আজ ছিল বিজেপির অগ্নিপরীক্ষা৷ মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভায় ধরে রাখা ছিল বিজেপির কাছে সম্মানের লড়াই৷ কিন্তু মহারাষ্ট্র ধরে রাখা গেলেও হরিয়ানা কার্যত হাতের বাইরে গিয়েছে বিজেপির৷ ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে সাফল্যের মুখ দেখছে কংগ্রেস৷ মহারাষ্ট্র বিধানসভা একছত্র আধিপত্য বিজেপির

527b68de55c1718982423cf3bea7b22a

নমো ম্যাজিক ফিকে হতেই জরুরি বৈঠকে মোদি-শাহ

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার৷ লোকসভা নির্বাচনের পর আজ ছিল বিজেপির অগ্নিপরীক্ষা৷ মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভায় ধরে রাখা ছিল বিজেপির কাছে সম্মানের লড়াই৷ কিন্তু মহারাষ্ট্র ধরে রাখা গেলেও হরিয়ানা কার্যত হাতের বাইরে গিয়েছে বিজেপির৷ ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে সাফল্যের মুখ দেখছে কংগ্রেস৷ মহারাষ্ট্র বিধানসভা একছত্র আধিপত্য বিজেপির থাকলেও হরিয়ানায় ধাক্কা খেয়েছে পদ্ম শিবির৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মোদি-শাহ জুটি৷

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করতে আজই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ৷ বিজেপির সদর দপ্তরে হবে সেই বৈঠক৷ বৈঠকে ঢাকা হতে পারে হরিয়ানা ও মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বকে৷ আগামী দিনে এই দুই বিধানসভা কেন্দ্রে ঠিক কোন নীতিতে চলবে বিজেপি, তা চূড়ান্ত হতে পারে৷ আর সেই লক্ষ্যেই এবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন বিজেপির দুই শীর্ষ নেতা৷ ইতিমধ্যেই হরিয়ানা ভোটের ফলাফল দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মোহনলাল খাট্টারকে ফোন করে তুলাধোনা করেছেন অমিত শাহ৷ এবার আগামীকাল রাজ্যের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে ডেকে আরও এক দফায় বার্তা দিতে পারেন মোদি-অমিত৷

নির্বাচন কমিশনের তরফে এখনও ফলাফল ঘোষণা না হলেও ইঙ্গিত পরিষ্কার৷ এবারের মহারাষ্ট্র ২৮৮টি আসনের মধ্যে বিজেপি একাই এগিয়ে ১৫৮টি আসনে৷ কংগ্রেস এনসিপি জোটের কাছে গিয়েছে ১০০টি আসনে৷ অন্যান্যদের দখলে ৩০টি আসন৷ অন্যদিকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বেশ খানিকটা ব্যাকফুটে বিজেপি৷ ৯০ আসনবিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বিজেপি এগিয়ে ৪০টি, কংগ্রেসের এগিয়ে ৩১টি, জেজেপি ১০টি ও অন্যান্য নয়টি আসনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *