৪০ লক্ষ বস্তিবাসীকে বাড়ির মালিকানা দেবে কেন্দ্র

নয়াদিল্লি: দিল্লির ৪০ লক্ষ বস্তিবাসীকে বাড়ির মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী বছর দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ৪০ লক্ষ বস্তিবাসীর হাতে তাঁদের বাড়ির মালিকানা তুলে দেওয়া হবে৷ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বস্তিবাসীদের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ তবে তিনি যতই দাবি করুক না

LogoTransparency1

নয়াদিল্লি: দিল্লির ৪০ লক্ষ বস্তিবাসীকে বাড়ির মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী বছর দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ৪০ লক্ষ বস্তিবাসীর হাতে তাঁদের বাড়ির মালিকানা তুলে দেওয়া হবে৷

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বস্তিবাসীদের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ তবে তিনি যতই দাবি করুক না কেন, এই নিয়ে রাজনৈতিক বিতর্ক থামছে না৷ এছাড়া ওইদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রবিশস্যের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ দেশের আর্থিক স্বাস্থ্যের পুনরুদ্ধারের আগে একাধিকবার কৃষি ক্ষেত্রকে চাঙ্গা করার কথা বলেছিলেন বিশেষজ্ঞরা৷

এদিন তাই কৃষিক্ষেত্রে চাঙ্গা করার দাওয়াই দিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ সিদ্ধান্ত হয়েছে, গম, ডাল, তৈলবীজের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেবে কেন্দ্র৷ ফলন ভালো হলে চাষিরা সঠিক দাম পাবেন৷ চড়া সুদে ঋণ নিয়ে চাষ করার পর দাম না পাওয়ায় বিপদে পড়ে যান সাধারণ গরিব কৃষকরা৷ এবার সেই অভিযোগ কিছুটা হলেও কম করা যাবে বলে দাবি করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *