এবার কি মসজিদে প্রবেশ অনুমতি পাবেন মহিলারা?

নয়াদিল্লি: দেশের সমস্ত মসজিদে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে কেন্দ্রীয় সরকারকে তাদের মতামত জানাতে বলল দেশের শীর্ষ আদালত৷ এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তাঁদের মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট৷ দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে আপাতত এই মামলার শুনানি চলছে৷ ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে ও বিচারপতি এসএ

এবার কি মসজিদে প্রবেশ অনুমতি পাবেন মহিলারা?

নয়াদিল্লি: দেশের সমস্ত মসজিদে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে কেন্দ্রীয় সরকারকে তাদের মতামত জানাতে বলল দেশের শীর্ষ আদালত৷ এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তাঁদের মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট৷

দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে আপাতত এই মামলার শুনানি চলছে৷ ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে ও বিচারপতি এসএ নাজির৷ মসজিদে মহিলাদের প্রবেশের অধিকার দিতে হবে৷ এই দাবিতে জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছিলেন ইয়াসমিন যুবের আহমেদ পীরজাদা৷ নিজের আবেদনে তিনি বলেন, দেশের মসজিদগুলিতে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না৷ এই বিধি-নিষেধের ফলে মহিলাদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে৷ বঞ্চিত হচ্ছেন মুসলিম মহিলারা৷

এই ব্যবস্থাকে অবিলম্বে পরিবর্তনের দাবি তোলেন তিনি৷ এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সরকারের কাছে আবেদন জানান তিনি৷ সেই সঙ্গে ওয়াকফ বোর্ডের কাছেও এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ জারী করার অনুরোধ জানিয়েছেন তিনি৷

শুক্রবার তার এই আবেগ শুনানি ছিল৷ সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ কেন্দ্রের কাছে তাদের মতামত জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে৷ এখন দেখার বিষয়, নোটিশের জবাবে কি উত্তর দেয় কেন্দ্রে৷ সরকারের মতামত জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দেশের শীর্ষ আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =