শিশু নিখোঁজে দেশের শীর্ষে বাংলা, ভয়ঙ্কর রিপোর্ট এনসিআরবি’র

নয়াদিল্লি: দেশে নিখোঁজ প্রতি ছয় শিশুর মধ্যে একজন বাংলার৷ শিশু নিখোঁজের শিউরে ওঠা এই তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর৷ ২০১৭ সালের ইউনেস্কোর থেকে ‘কন্যাশ্রী’ প্রকল্পের জন্য প্রথম পুরস্কার ছিনিয়ে এনেছে রাজ্য সরকার৷ কিন্তু সেই ২০১৭ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে, রাজ্যে নিখোঁজের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে৷ রিপোর্টে প্রকাশিত হয়েছে গোটা

শিশু নিখোঁজে দেশের শীর্ষে বাংলা, ভয়ঙ্কর রিপোর্ট এনসিআরবি’র

নয়াদিল্লি: দেশে নিখোঁজ প্রতি ছয় শিশুর মধ্যে একজন বাংলার৷ শিশু নিখোঁজের শিউরে ওঠা এই তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর৷ ২০১৭ সালের ইউনেস্কোর থেকে ‘কন্যাশ্রী’ প্রকল্পের জন্য প্রথম পুরস্কার ছিনিয়ে এনেছে রাজ্য সরকার৷ কিন্তু সেই ২০১৭ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে, রাজ্যে নিখোঁজের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে৷

রিপোর্টে প্রকাশিত হয়েছে গোটা দেশের নিরিখে৷ এই সময়ে এক লক্ষ ১৯ হাজার ১৩টি শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে৷ তার মধ্যে রাজ্য থেকে বেপাত্তা হয়ে গিয়েছে ১৯ হাজার ৬১৭টি শিশু৷ শতাংশের বিচারে যা ১৬ শতাংশ শিশু নিখোঁজ হয়ে গিয়েছে রাজ্য থেকে৷ দেশের প্রতি ৬ জন শিশু নিখোঁজ এরমধ্যে রাজ্যের থেকে একজন করে শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে৷

‘ক্রাইম ইন ইন্ডিয়া ২০১৭’ শিরোনামে সপ্তাহখানেক আগেই এনসিআরবি রিপোর্ট প্রকাশ হয়েছে৷ সেই রিপোর্টে স্পষ্ট হয়েছে শিশু নিখোঁজ এ গোটা দেশের মধ্যে শীর্ষ বাংলা৷ দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ৷ সেখানে প্রায় সাড়ে ১৪ হাজার শিশু নিখোঁজ হয়ে গিয়েছে৷ দেশের ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৩৬ টি এলাকার শিশু নিখোঁজের তথ্য দিয়ে এনসিআরবি৷

রিপোর্ট ১৪ নম্বর অধ্যায় তা উল্লেখ করা হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, শিশু নিখোঁজ নিয়ে রাজ্যের ভয়াবহ অবস্থায় পশ্চিমবঙ্গ রয়েছে৷ সেখানে সবার ওপরে বাংলা৷ তারপর মধ্যপ্রদেশ৷ তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং বিহার৷ মহারাষ্ট্রে শিশু নিখোঁজের সংখ্যা সাড়ে আট হাজার৷ বিহারে সাড়ে আট হাজার থেকে একটু কম৷

২০১৬ সালে গোটা দেশে শিশু নিখোঁজের ঘটনা ঘটেছিল ১ লক্ষ ১১ হাজার ৫৬৯টি৷ সেইবছর পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ শিশুর সংখ্যা ছিল প্রায় ১৭ হাজারের কাছাকাছি৷ এক বছরের মধ্যে রাজ্যে শিশুর নিখোঁজের ঘটনা সংখ্যা বেড়েছে ২ হাজার ৭৯০ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =