মোদির ‘মন কি বাতে’র পাল্টা রাহুল শুনবেন দেশের কথা

নয়াদিল্লি: শুধু ভোটযুদ্ধ নয়৷ প্রচারের ময়দানেও বিজেপিকে হাড্ডাহাড্ডি টক্কর দিতে মাঠে নেমেছে কংগ্রেস৷ নরেন্দ্র মোদির বহুল প্রচারিত রেডিয়ে শো ‘মন কি বাত’-এর পাল্টা সোশ্যাল মিডিয়ায় ‘দেশ কি বাত’ শুরু করল কংগ্রেস৷ প্রচারের সময় ধরা হয়েছে শনিবার সকাল ১১টা৷ নিজের জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে ২০১৪ সালের লোকসভা ভোটের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু

মোদির ‘মন কি বাতে’র পাল্টা রাহুল শুনবেন দেশের কথা

নয়াদিল্লি: শুধু ভোটযুদ্ধ নয়৷ প্রচারের ময়দানেও বিজেপিকে হাড্ডাহাড্ডি টক্কর দিতে মাঠে নেমেছে কংগ্রেস৷ নরেন্দ্র মোদির বহুল প্রচারিত রেডিয়ে শো ‘মন কি বাত’-এর পাল্টা সোশ্যাল মিডিয়ায় ‘দেশ কি বাত’ শুরু করল কংগ্রেস৷

প্রচারের সময় ধরা হয়েছে শনিবার সকাল ১১টা৷ নিজের জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে ২০১৪ সালের লোকসভা ভোটের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেছিলেন লাইভ টকশো ‘মন কি বাত’৷ প্রধানমন্ত্রী তাঁর নিজের মনের কথা দেশের জনগণের সঙ্গে ভাগ করে নিতেই এই অনুষ্ঠান৷ এবার নরেন্দ্র মোদির ‘মন কি বাতে’র পাল্টা কংগ্রেস শুরু করল ‘দেশ কি বাত’৷

এই অনুষ্ঠানের মূল্য লক্ষ্য, রাজনীতির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া৷ কংগ্রেসের এই ভাবনা একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কংগ্রেস ইতিমধ্যেই তা শুরু করে দিয়েছে৷

এবিষয়ে কংগ্রেসের মুখপাত্র জানিয়েছেন, শনিবার সকাল ১১টায় ফেসবুক, টুইটার, ইউটিউব-সহ একাধিক অনলাইন প্লাটফর্মে এই অনুষ্ঠানটি দেখা গিয়েছে৷ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কংগ্রেসের নতুন অনুষ্ঠান এবার দেশের বাস্তব সমস্যার কথা তুলে ধরা হবে৷ সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা সমস্যাগুলির কথা না শুনলে মানুষের রায় কখনও কোনও রাজনৈতিক দলের দিকে যেতে পারে না৷ মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভার ভোটের ফল থেকেই স্পষ্ট৷ সাধারণ মানুষের ভরসা কংগ্রেসের উপর ফিরছে বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =