নয়াদিল্লি: লৌহ মানব বল্লভ ভাই পটেলের জন্মবার্ষিকী উদযাপন মঞ্চ থেকে ফের পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গুজরাতের ‘একতা দিবসে’র মঞ্চ থেকে মোদির সাফ ঘোষণা, দেশের একতা ভাঙার চেষ্টা কলে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে৷ দেশের একতা ভাঙার চেষ্টায় বিরোধীরা সফল হবে না৷ কারণ, সর্দার পটেলের ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন এখন পূরণ হয়েছে৷ কোনও শক্তি তা ভাঙতে পারবে না৷
নাম না করে ‘একতা দিবসে’র মঞ্চ থেকে পাকিস্তানকে মোদি বলেন, ‘‘যারা আমাদের সঙ্গে যুদ্ধে জিততে পারেনি, তারা আমাদের দেশের একতাকে নষ্ট করার চেষ্টা করছে৷ আমাদের একতার মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করছে৷ হিংসা ছড়ানোর চেষ্টা করছে৷ বিভেদ ঘটানোর চেষ্টা চলছে৷ বিরোধীরাও সেই কাজে নেমেছে৷ আমাদের একতার ঐতিহ্যকে নষ্ট করার চক্রান্ত চলছে৷ শতকের পর শতক আমাদের ভেতরে জীবিত থাকা একতাকে উস্কানি দেওয়া হচ্ছে৷ কিন্তু, ওঁরা ভুলে যাচ্ছে, শতকের পর শতক একাধিক চেষ্টার পরও আমাদের কেউ ধুলিস্যাৎ করে দিতে পারেনি৷ আমাদের একতা কে কেউ হারাতে পারেনি৷ আর এই কারণে আমাদের বিবিধের মাঝে একতার শক্তি নিয়ে কথায় হলেই অনেকে বিরোধিতা করেন৷ ভারতের শক্তি তাদের উচিত শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে ভারত৷ এবং তাদের জবাব আরো মিলবে৷’’
Prime Minister Narendra Modi in Kevadia: ‘Run for Unity’ program is being held in different cities & villages across the country today. I thank every citizen for participating in this program. India is known for ‘unity in diversity’; it is our pride and our identity. #Gujarat pic.twitter.com/jTKIUvM0LB
— ANI (@ANI) October 31, 2019
PM: Article 370 only gave separatism & terrorism to J&K. It was the only place in the country where Article 370 was present, where in last 3 decades, over 40,000 people got killed&several mothers lost their sons due to terrorism. Now this wall of Article 370 has been demolished. pic.twitter.com/2sYvtAsCEO
— ANI (@ANI) October 31, 2019
Prime Minister Narendra Modi in Kevadia, Gujarat: Sardar Sahib always spoke about unity of purpose, unity of aim and unity of endeavour. #SardarVallabhbhaiPatel https://t.co/B5XJAUxZH4
— ANI (@ANI) October 31, 2019
Prime Minister Narendra Modi in Kevadia: Azaadi ke baad, pehli baar J&K mein BDC ke chunaav huye pichle hafte, aur 98% panch aur sarpancho ne vote daala. Yeh bhaagidaari apne aap mein ekta ka sandesh hai. Ab J&K mein ek rajneetik sthirta aayegi. #Gujarat pic.twitter.com/Xq7dYCx0BT
— ANI (@ANI) October 31, 2019
Prime Minister Narendra Modi in Kevadia, Gujarat: I am happy that from today all the govt employees of
Jammu, Kashmir & Ladakh will be getting the benefits under the 7th Pay Commission as granted to the employees of other Union Territories. pic.twitter.com/PinQw7hRwA— ANI (@ANI) October 31, 2019
লৌহ মানব বল্লভ ভাই পটেলকে বিজেপির শ্রদ্ধাকে খোঁচা দিতে ছাড়েননি প্রিয়াঙ্কা গান্ধী৷ টুইটারে তিনি লিখেছেন, লৌহ মানব বল্লভ ভাই পটেলের ছিলেন আরএসএস বিরোধী৷ বিজেপির মতাদর্শকে তিনি কখনও মেনে নেননি৷ আজ দেখে খুশি হচ্ছি, শত্রুপক্ষ বল্লভ ভাই প্যাটেলকে সম্মান জানাচ্ছে৷ আজ এটা প্রমাণিত হল, বিজেপির কোনও মহাপুরুষ নেই৷ আর সেই কারণে সরদার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানানোর তোড়জোড় বিজেপির৷