রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র? নয়া পদক্ষেপ রাজ্যপালের

মুম্বই: বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য আগেই ডাক পেয়েছিল বিজেপি৷ কিন্তু রাজ্যপালের প্রস্তাব খারিজ করে দিয়েছে গেরুয়া শিবির৷ অগত্যা শিবসেনাকে সরকার গঠনের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল৷ এবার তৃতীয় দল হিসেবে এনপিকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের অবস্থান জানাতে বলল রাজভবন৷ ২৪ ঘণ্টার মধ্যে সরকার গঠনের দাবি জানাতে হবে এনসিপিকে৷ তবে রাজ্যপালের প্রস্তাব

1e77a4eac7a8badd294954595d585ffd

রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র? নয়া পদক্ষেপ রাজ্যপালের

মুম্বই: বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য আগেই ডাক পেয়েছিল বিজেপি৷ কিন্তু রাজ্যপালের প্রস্তাব খারিজ করে দিয়েছে গেরুয়া শিবির৷ অগত্যা শিবসেনাকে সরকার গঠনের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল৷ এবার তৃতীয় দল হিসেবে এনপিকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের অবস্থান জানাতে বলল রাজভবন৷

২৪ ঘণ্টার মধ্যে সরকার গঠনের দাবি জানাতে হবে এনসিপিকে৷ তবে রাজ্যপালের প্রস্তাব নিয়ে এখনই কিছু বলতে নারাজ এনসিপি৷ কংগ্রেস-এনসিপি জোট সেই প্রস্তাবে অংশ দেবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ আর তাতেও যদি সরকার গঠনের দাবি জোরালো না হয়, সেক্ষেত্রে রাজ্যপাল সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন৷ ইঙ্গিত কিন্তু, সেদিকেই যাচ্ছে বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷

অন্যদিকে, দিনভর চূড়ান্ত নাটক শেষে মহারাষ্ট্রে শিবসেনার হাত ধরে সরকার গঠনের বার্তা পাঠায় কংগ্রেস-এনসিপি জোট৷ রাজ্যপালের কাছে ফ্যাক্স বার্তা পাঠিয়ে সরকার গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর৷ সূত্রের খবর, শিবসেনার প্রস্তাব খুব সম্ভবত খারিজ করে তৃতীয় দল হিসাবে এনসিপির আমন্ত্রণ রাজ্যপালের৷
হিসাব বলছে, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫টি৷ ১০৫টি আসনে জয়লাভ করেছে বিজেপি৷ শিবসেনা হাতে রয়েছে ৫৬টি আসন৷ এনসিপি-কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৪৪ ও ৫৪টি আসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *