মোদির আমলে ফের জারি রাষ্ট্রপতি শাসন, দেশের গণতন্ত্রণে নজিরবিহীন!

মুম্বই: এনসিপি-কংগ্রেস জোটকে মতামত জানানোর অপেক্ষা না করেই তড়িঘড়ি মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করল কেন্দ্র৷ রাজ্যপালের পাঠানো প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ আর কিছুক্ষণের মধ্যেই সরকারি ভাবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে৷ কী কারণে হঠাৎ রাষ্ট্রপতি শাসন তা অবশ্য স্পষ্ট করা হয়নি৷ সরকার গঠনের জন্য আজ এনসিপি’র কে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে সন্ধ্যা

070a99763e97a1ba0ded258121ffc37c

মোদির আমলে ফের জারি রাষ্ট্রপতি শাসন, দেশের গণতন্ত্রণে নজিরবিহীন!

মুম্বই: এনসিপি-কংগ্রেস জোটকে মতামত জানানোর অপেক্ষা না করেই তড়িঘড়ি মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করল কেন্দ্র৷ রাজ্যপালের পাঠানো প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ আর কিছুক্ষণের মধ্যেই সরকারি ভাবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে৷ কী কারণে হঠাৎ রাষ্ট্রপতি শাসন তা অবশ্য স্পষ্ট করা হয়নি৷

সরকার গঠনের জন্য আজ এনসিপি’র কে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ৷ কিন্তু, রাজ্যপালের দেওয়া এনসিপির সরকার গঠনের চূড়ান্ত সময়সীমা শেষ হয়ে যাওয়ার তিন ঘণ্টা আগেই রাষ্ট্রপতি শাসন অনুমোদন ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা৷ এই নিয়ে দ্বিতীয়বার মোদির আমলে কোনও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হল৷ জম্মু-কাশ্মীরেও এর আগে জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন৷ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ১৯ দিন পর মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন জারি৷

আজ দুপুরে কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানান রাজ্যপাল বিএস কেশিয়ারি৷ মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ নিয়ে বৈঠকে বসেম মোদি সরকারের মন্ত্রিসভা৷ এনসিপিকে দেওয়া সাড়ে আটটা পর্যন্ত চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি শাসন জারি হল মহারাষ্ট্রে৷

গতকাল রাত থেকেই চূড়ান্ত নাটক শুরু হয় মহারাষ্ট্রের ক্ষমতা দখলকে কেন্দ্র করে৷ বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য আগেই ডাক পেয়েছিল বিজেপি৷ কিন্তু রাজ্যপালের প্রস্তাব খারিজ করে দিয়েছে গেরুয়া শিবির৷ অগত্যা শিবসেনাকে সরকার গঠনের জন্য সময় বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল৷ কিন্তু, সেখানেও বরফ না গলায় তৃতীয় দল হিসেবে এনপিকে আজ সন্ধ্যা সাড়ে আটটার মধ্যে সরকার গঠনের দাবির বিষয়ে অবস্থান জানাতে বলল রাজভবন৷ কিন্তু, সেই সময়সীমা শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি শাসনের অনুমোদন ঘিরে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ব্যবহার ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *