শীত অধিবেশনের শুরুতেই নাছড় কংগ্রেসের মুলতুবি প্রস্তাব

নয়াদিল্লি: ধুঁকছে দেশের অর্থনীতি৷ পরিসংখ্যান দপ্তরের প্রকাশিত রিপোর্টে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ যদিও তথ্যগত অসঙ্গতি থাকে সেই রিপোর্ট প্রকাশ করেনি কেন্দ্রের মোদি সরকার৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার কিংবা অযোধ্যায় সুপ্রিম জয়ে কেন্দ্রের তরফে একের পর এক বিষয়ে নজর ঘোরানোর চেষ্টা করা হলেও নাছোড় কংগ্রেস৷ আজ লোকসভার শীতকালীন অধিবেশন শুরুর দিনেই তা কার্যত পরিষ্কার বিরোধী

5d9539502fa34fb43e18feb8c77ba4a1

শীত অধিবেশনের শুরুতেই নাছড় কংগ্রেসের মুলতুবি প্রস্তাব

নয়াদিল্লি: ধুঁকছে দেশের অর্থনীতি৷ পরিসংখ্যান দপ্তরের প্রকাশিত রিপোর্টে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ যদিও তথ্যগত অসঙ্গতি থাকে সেই রিপোর্ট প্রকাশ করেনি কেন্দ্রের মোদি সরকার৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার কিংবা অযোধ্যায় সুপ্রিম জয়ে কেন্দ্রের তরফে একের পর এক বিষয়ে নজর ঘোরানোর চেষ্টা করা হলেও নাছোড় কংগ্রেস৷ আজ লোকসভার শীতকালীন অধিবেশন শুরুর দিনেই তা কার্যত পরিষ্কার বিরোধী শিবিরের আচরণে৷

অধিবেশনের শুরুতেই একাধিক বিষয়ে সংসদের শুরুতেই লাগাতার মুলতবি প্রস্তাব আনল কংগ্রেস৷ মহারাষ্ট্রে চাষের ক্ষয়ক্ষতি নিয়ে মুলতবি প্রস্তাব শিবসেনার৷ কাশ্মীর ইস্যু থেকে দেশের অর্থনীতি, একের পর এক ইস্যুতে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের৷ মুলতবি প্রস্তাব এনেছে মোদির বিরুদ্ধে সরব শিবসেনার৷

কংগ্রেস, শিবসেনা যখন দেশের অর্থনীতি থেকে কৃষকদের সমস্যার কথা তুলে ধরে মুলতবি প্রস্তাব আনছে, ঠিক তখনই বাংলায় রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূলের৷ সমান্তরাল প্রশাসন চালানোর বিরুদ্ধে আওয়াজ তৃণমূলের৷ ফলে, সব মিলিয়ে অধিবেশনে শুরুতেই বিরোধীদের অবস্থানই স্পষ্ট, খুব সমজ হচ্ছে না এবারের অধিবেশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *