নয়াদিল্লি: রাজ্যসভার ২৫০ তম অধিবেশনে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্রের পক্ষে দরাজ সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ অধিবেশনের দ্বিতীয়ার্ধে নিজের ভাষণ দিতে ওঠেন কেন্দ্র-রাজ্যের সম্পর্ক তুলে ধরে রাজ্যসভার ভূমিকা নিয়ে ভূয়শী প্রশংসা করেন মোদি৷
প্রধানমন্ত্রী রাজ্যসভায় দাঁড়িয়ে বলেন, ‘‘এই সংসদ ইতিহাসের করেছে৷ এই কক্ষের গতিও নির্ধারণ হয়েছে৷ নির্বাচনে সবাই জয় লাভ করতে পারেন না৷ সংসদের উচ্চকক্ষ তাঁদের সুযোগ দেয়৷ দূরদৃষ্টিসম্পন্ন স্থাপন করেছে এই কক্ষ৷ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞদের আমরা রাজ্যসভায় নিয়ে আসি৷ এইসব ব্যক্তিদের মতামত কাজে লাগে৷ আম্বেদকর সাহেব লোকসভা নয়, রাজ্যসভা এসেছিলেন৷ ভারতের অগ্রগতির পিছনে রাজ্যসভার ভূমিকা রয়েছে৷ ভারতের বৈচিত্রের মধ্যে দেশের প্রথম শক্তি৷’’
Prime Minister Narendra Modi in Rajya Sabha:Whenever it has been about good of the nation, Rajya Sabha has risen to the occasion. It was widely believed that Triple Talaq bill would not pass here but it did.Even GST became a reality after it was passed in this house. pic.twitter.com/WODMRZThxS
— ANI (@ANI) November 18, 2019
মোদি দাবি, ‘‘দেশকে চালানোর জন্য একাধিক বিল পাস হয়েছে এখানে৷ একাধিক বিতর্ক হয়েছে৷ আমি গর্বিত, এই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য৷ এই পক্ষ থেকেই ভারতকে নতুন করে দেখার সূচনা হয়েছে৷ এই সংসদে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে৷ মহিলাদের এগিয়ে আনার জন্য এই কক্ষ থেকেই প্রথম বিল পাশ করা হয়েছিল৷ এই সংসদ থেকেই গরিবদের জন্য চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ এই কক্ষ থেকেই এক দেশে এক কর ব্যবস্থা চালু করা হয়েছিল৷ এই কক্ষ থেকেই জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করার মত ঐতিহাসিক ঘটনা ঘটেছে৷’’
PM Modi: In 2003, Atal ji had remarked that Rajya Sabha may be the second house but it should not be called a secondary house. Today, I agree with the thoughts of Atal ji and add that the Rajya Sabha must be an active supportive house for national development pic.twitter.com/dO4mS482qi
— ANI (@ANI) November 18, 2019
কেন্দ্র রাজ্যের সম্পর্ক প্রসঙ্গে মোদির বার্তা, ‘‘আমাদের লক্ষ্য কল্যাণের রাজনীতি৷ রাজ্যের কল্যাণ৷ রাজ্য ও কেন্দ্রের একসঙ্গে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি৷ কেন্দ্র ও রাজ্য সরকার যদি একসঙ্গে কাজ করে, তাহলে দেশের উন্নতি সম্ভব৷ দেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র-রাজ্যের বন্ধুত্বপূর্ণ অবস্থান ভীষণ জরুরি৷ কারণ, রাজ্যের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না৷ আর দেশের উন্নতি না হলে রাজ্যের উন্নতি হবে না৷ আর সেই কারণে এই কক্ষ ভারতের গণতন্ত্রের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে৷ কেন্দ্র-রাজ্য একে অপরের পরিপন্থী নয়৷ একসঙ্গে এগিয়ে যাওয়াটাই আমাদের প্রথম লক্ষ্য৷’’