নয়াদিল্লি: রাজ্যসভার ২৫০ তম অধিবেশনে দাঁড়িয়ে এনসিপি ও বিজেডি’র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এনসিপি ও বিজিবিকে প্রশংসার পাশাপাশি নিজের দল-সহ বিরোধীদের চরম সতর্কবার্তা দিয়েছেন মোদি৷
রাজ্যসভার অধিবেশনের দাঁড়িয়ে মোদি সমস্ত দলকে সতর্ক করে জানিয়েছেন, এনসিপি ও বিজেডি’র থেকে সমস্ত দলকে শিক্ষা নেওয়া উচিত৷ কারণ তারা ঘোষণা করেছে কখনও তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবে না৷ নিজেদের দাবি-দাওয়া নিজেদের আসন থেকেই সোচ্চার হবেন৷ এটা খুব বড় সিদ্ধান্ত৷ আমি এই সিদ্ধান্তকে সমর্থন করি৷ একই সঙ্গে আমি অন্যান্য দলের কাছেও একই অনুরোধ করব, তাও যেন অধিবেশনের নিয়ম-কানুন বজায় রেখে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে পারেন৷’’
PM Modi in Rajya Sabha: Today I want to appreciate two parties, NCP and BJD. These parties have strictly adhered to parliamentary norms. They have never gone into the well. Yet, they have raised their points very effectively. Other parties including mine can learn from them. pic.twitter.com/TXvUUOWJin
— ANI (@ANI) November 18, 2019
ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর বিরুদ্ধে বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজের দল ও বিরোধীদের সতর্ক করে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ‘‘আমরা শাসকদল হয়ে কখনও ওয়েলে নেমে বিক্ষোভ দেখাব না৷ এটা আমাদের সমস্ত ট্রিজারি বেঞ্চের সদস্যদের মনে রাখা উচিত৷ এনসিপি ও বিজেডি সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আমরা কেন পারব না? আমার মনে হয় শুধু ওই দুটি দল কেন, বাকিরাও অধিবেশনে নিয়ম কারণ বাজারে রেখে চলবেন৷ নিজেদের দাবি দেওয়া থাকলে, বিতর্ক অংশ নিতে ওয়েলে নেমে এসে বিক্ষোভ কেন? এতে সংসদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার৷’’ এটা আগামী দিনে কোন মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন মোদি৷