শীতকালীন অধিবেশনে সেরা বিতর্কের আহ্বান মোদির

নয়াদিল্লি: ‘সব বিষয়ে খোলামেলা আলোচনায় বিশ্বাস করি’- সোমবার শীতকালীন অধিবেশনের শুরুর আগে সকল সাংসদের এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবারের অধিবেশনে সেরা বিতর্ক চাইছেন তিনি৷ তবে সব দলের কাছে ইতিবাচক এবং সক্রিয় দৃষ্টিভঙ্গি আশা করেছেন প্রধানমন্ত্রী৷ এবিষয়ে গত অধিবেশনের কথা উল্লেখ করেছেন তিনি৷ এবারের অধিবেশনে মুখ্য বিলগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল নাগরিকত্ব সংশোধনী বিল৷ যা

শীতকালীন অধিবেশনে সেরা বিতর্কের আহ্বান মোদির

নয়াদিল্লি: ‘সব বিষয়ে খোলামেলা আলোচনায় বিশ্বাস করি’- সোমবার শীতকালীন অধিবেশনের শুরুর আগে সকল সাংসদের এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবারের অধিবেশনে সেরা বিতর্ক চাইছেন তিনি৷ তবে সব দলের কাছে ইতিবাচক এবং সক্রিয় দৃষ্টিভঙ্গি আশা করেছেন প্রধানমন্ত্রী৷

এবিষয়ে গত অধিবেশনের কথা উল্লেখ করেছেন তিনি৷ এবারের অধিবেশনে মুখ্য বিলগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল নাগরিকত্ব সংশোধনী বিল৷ যা আগের অধিবেশনে ছাড়পত্র পায়নি৷ এছাড়াও রাজ্যসভার ২৫০ তম বর্ষ হিসবেও এবারের অধিবেশনর আলাদা গুরুত্ব আছে৷ ২৬ দিনের এই শীতকালীন অধিবেশন চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত৷

দেশের শ্লথ অর্থনীতি, বেকারত্ব, একের পর এক কর্মসংস্থানে কর্মী ছাঁটাই প্রভৃতি ইস্যুতে এবার শীতকালীন অধিবেশনে সংসদের হাওয়া একটু বেশি উত্তপ্ত হবে তা বলাই যায়৷ তবে বছরের শেষতম অধিবেশনে জনকন্দ্রীক ও উন্নয়নমুখী আলোচনা হবে বলেই আশাবাদী প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =