নাগরিকত্ব বিল কী? বোঝাতে মাঠে নামছে আরএসএস

নয়াদিল্লি: উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের অনেকের কাছেই তেমন পাকাপোক্ত নাগরিকত্বের প্রমাণ নেই! এই অবস্থায় তারা নাগরিকত্ব বিল নিয়ে সন্দিহান হয়ে উঠেছেন৷ তাঁদের মনে হচ্ছে, এই বিল পেশ হলে হয়তো তাঁদের নাগরিকত্ব চলে যেতে পারে? ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সরব হয়েছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জনগোষ্ঠী৷ ফলে, ক্ষোভের আঁচ পেয়ে উত্তর-পূর্বের মানুষকে এই বিলের তাৎপর্য বোঝাতে

546b97b3bfd413e15249178af42dfbb2

নাগরিকত্ব বিল কী? বোঝাতে মাঠে নামছে আরএসএস

নয়াদিল্লি: উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের অনেকের কাছেই তেমন পাকাপোক্ত নাগরিকত্বের প্রমাণ নেই! এই অবস্থায় তারা নাগরিকত্ব বিল নিয়ে সন্দিহান হয়ে উঠেছেন৷ তাঁদের মনে হচ্ছে, এই বিল পেশ হলে হয়তো তাঁদের নাগরিকত্ব চলে যেতে পারে? ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সরব হয়েছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জনগোষ্ঠী৷ ফলে, ক্ষোভের আঁচ পেয়ে উত্তর-পূর্বের মানুষকে এই বিলের তাৎপর্য বোঝাতে মাঠে নামছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস৷

জাতীয় নাগরিকত্ব পুঞ্জি নিয়ে অসমে যা হয়েছে তা আরএসএসের মনঃপূত হয়নি৷ সংগঠনের বরিষ্ঠ নেতা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমরা জানি এই বিলের প্রতিবাদ হবে৷ বিরোধিতা হবে৷ কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে যাব৷ তাঁদের বোঝাবো, এর ফলে অসমবাসীর উপর কোনও প্রভাব পড়বে না৷ এটা কার্যকর হলে আদতে কী উপকার হবে?

আরএসএসের নেতারা আরও জানিয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবকরা গ্রামে গ্রামে পৌঁছাতে শুরু করেছেন৷ এই বিল কেন দরকার, স্থানীয়র ভাষায় তা লিখে বিলি করার কাজ চলছে৷ তারা বোঝাচ্ছেন, কেন এই বিল? এর ফলে ভূমিপুত্রদের কোন সমস্যা হবে না৷ এনআরসি ও নাগরিকত্ব বিল নিয়ে উত্তর পূর্ব ভারতজুড়ে প্রচার করার লক্ষ্যমাত্রা নিয়েছে আরএসএস৷

ইতিমধ্যেই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে যেসব সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টানরা ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাঁদের কথা মাথায় রেখে নয়া নাগরিকত্ব বিল আনতে চলেছে কেন্দ্র৷ চলতি বছর ৮ জানুয়ারি লোকসভায় পেশ করা হয়েছিল৷ কিন্তু, বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে আপাতত তা ঠাণ্ডা ঘরে৷ মনে করা হচ্ছে চলতি শীতকালীন অধিবেশনেই বিলটি নিয়ে আসতে পারে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *