ধর্মের সঙ্গে ভাষার কী সম্পর্ক? ফিরোজের পাশে পরেশ

মুম্বই: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মুসলিম অধ্যাপকের কাছে শিক্ষা নিতে নারাজ এবিভিপি৷ এই নিয়ে বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ করে চলছে বিক্ষোভ৷ এবিভিপি’র বিক্ষোভের জেরে দেশজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷ এবার বিতর্কিত সেই অধ্যাপক ফিরোজ খানের পাশে দাঁড়ালেন বলিউডের অভিনেতা পরেশ রাওয়াল৷ বিক্ষুব্ধ পড়ুয়াদের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে পরেশ রাওয়াল ট্যুইটার করেছেন৷ লিখেছেন, অধ্যাপক ফিরোজ খানকে নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের

dc270c9140c6312aedd3c9ba58247fb0

ধর্মের সঙ্গে ভাষার কী সম্পর্ক? ফিরোজের পাশে পরেশ

মুম্বই: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মুসলিম অধ্যাপকের কাছে শিক্ষা নিতে নারাজ এবিভিপি৷ এই নিয়ে বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ করে চলছে বিক্ষোভ৷ এবিভিপি’র বিক্ষোভের জেরে দেশজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷ এবার বিতর্কিত সেই অধ্যাপক ফিরোজ খানের পাশে দাঁড়ালেন বলিউডের অভিনেতা পরেশ রাওয়াল৷

বিক্ষুব্ধ পড়ুয়াদের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে পরেশ রাওয়াল ট্যুইটার করেছেন৷ লিখেছেন, অধ্যাপক ফিরোজ খানকে নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় আমি স্তম্ভিত৷ ধর্মের সঙ্গে ভাষার কী সম্পর্ক আছে? তবে পরিহাসের বিষয়, সংস্কৃতে এমএ ও পিএইচডি করেছেন ওই অধ্যাপক৷ সংস্কৃত নিয়ে যাঁর এত জ্ঞান, সেই ফিরোজ খানকে নিয়ে এই সমস্ত প্রতিবাদ বন্ধ হোক৷ পরেশের খোঁচা, তাহলে কি মহম্মদ রফিজির ভজন গাওয়া কিংবা নওশাদজির ভজন লেখা উচিত হয়নি?

জানা গিয়েছে, ২০১৮ সালে সংস্কৃতে পিএইচডি ছিনিয়ে আনানে ফিরোজ খান৷ তাঁকে সংস্কৃতের অধ্যাপক হিসেবে নিয়োগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এরপরই শুরু হয় বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *