আসছে নয়া নাগরিকত্ব বিল, ফের কি লাইনে দাঁড়াবে জনতা?

নয়াদিল্লি: সংসদের চলতি অধিবেশনে সরকার সংসদে পেশ করতে চলেছে নাগরিকত্ব বিল৷ সূত্রের খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহে নাগরিকত্ব বিল সংসদে পেশ করবে সরকার৷ জানা গিয়েছে, আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিলটি সংসদে পেশ করার জন্য অনুমোদন চাওয়া হবে৷ নাগরিকত্ব বিল সংসদে পেশ করা হবে বলে বুধবার রাজ্যসভায় জানিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সূত্রের খবর, বিল নিয়ে দলের

আসছে নয়া নাগরিকত্ব বিল, ফের কি লাইনে দাঁড়াবে জনতা?

নয়াদিল্লি: সংসদের চলতি অধিবেশনে সরকার সংসদে পেশ করতে চলেছে নাগরিকত্ব বিল৷ সূত্রের খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহে নাগরিকত্ব বিল সংসদে পেশ করবে সরকার৷ জানা গিয়েছে, আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিলটি সংসদে পেশ করার জন্য অনুমোদন চাওয়া হবে৷

নাগরিকত্ব বিল সংসদে পেশ করা হবে বলে বুধবার রাজ্যসভায় জানিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সূত্রের খবর, বিল নিয়ে দলের অন্দরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ মোদি সরকার বিলটি প্রথমে রাজ্যসভায় পেশ করবে পরে৷ লোকসভায় প্রথম দফায় বিলটি লোকসভায় পেশ করা হয়েছিল৷ বিল পাস হওয়ার পর সেটি রাজ্যসভায় পেশ হয়৷ কিন্তু লোকসভা ভেঙে যাওয়ায় আগে বিলটি বাতিল হয়ে যায়৷

গত বারের মতো বিলটি এবার লোকসভায় সরকারের কোনও বেগ পেতে হবে না৷ রাজ্যসভায় বিলটি তুলনামূলকভাবে আগের থেকে অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে বিজেপি৷ আর সেই কারণে বিলটি পেশ গুরুত্ব বাড়াতে চলেছে কেন্দ্র৷ রাজ্যসভায় বিলটি পেশ করা হবে নাগরিকত্ব বিল৷ সংসদে বিল পাশ করার পর সারা দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি চালু করার কাজ শুরু করতে চাইছে বিজেপি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা সংসদে দাঁড়িয়ে বলেছেন, এবার ধাপে ধাপে গোটা দেশজুড়ে চালু করা হবে এই বিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =