সুপ্রিম কোর্টে বড় স্বস্তি বিজেপির, শক্তি পরীক্ষার আর্জি খারিজ

নয়াদিল্লি: সরকার গঠনের পর এবার সুপ্রিম কোর্টেও বড়সড় স্বস্তি পেল বিজেপি৷ রাজ্যপালের নির্দেশ নামা সমস্ত দলকে পাঠানোর কথা জানানো হয়েছে৷ সুপ্রিম কোর্টের তরফে নোটিশ পাঠানো হলেও আস্থায় আদৌও হবে কি না, তা এখনও স্পষ্ট করেনি সুপ্রিম কোর্ট৷ আগামীকাল ফের মামলা শুনানি হওয়ার সম্ভাবনা৷ এদিন মামলার শুনানিতে কংগ্রেস-এনসিপি ও শিবসেনার তরফে রাজ্যপালের ভূমিকা নিয়ে কড়া ভাষায়

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি বিজেপির, শক্তি পরীক্ষার আর্জি খারিজ

নয়াদিল্লি: সরকার গঠনের পর এবার সুপ্রিম কোর্টেও বড়সড় স্বস্তি পেল বিজেপি৷ রাজ্যপালের নির্দেশ নামা সমস্ত দলকে পাঠানোর কথা জানানো হয়েছে৷ সুপ্রিম কোর্টের তরফে নোটিশ পাঠানো হলেও আস্থায় আদৌও হবে কি না, তা এখনও স্পষ্ট করেনি সুপ্রিম কোর্ট৷ আগামীকাল ফের মামলা শুনানি হওয়ার সম্ভাবনা৷

এদিন মামলার শুনানিতে কংগ্রেস-এনসিপি ও শিবসেনার তরফে রাজ্যপালের ভূমিকা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করা হয়৷ জানানো হয়, ভোর সকালে কাউকে কিছু না জানিয়ে রাতারাতি যেভাবে বিজেপিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ করা হয়েছে তা সাংবিধানিক৷ পাল্টা বিজেপির আইনজীবীর তরফে জানানো হয়, রাজ্যপাল যথাযথ নিয়ম মেনে সরকার গঠনের জন্য বিজেপিকে ডেকেছিল৷ সেই সংক্রান্ত নথিপত্র সঠিক৷ সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পূর্ণ ক্ষমতা রয়েছে রাজ্যপালের হাতে৷ এটা কখনোই সুপ্রিমকোর্ট নির্ধারিত করে দিতে পারে না৷ কারণ রাজ্যপাল বৃহত্তম দল হিসেবে বিজেপিকে আমন্ত্রণ করেছে৷ তাদেরকে সরকার গঠনের সুযোগ দিয়েছে৷

পাল্টা প্রশ্ন তোলেন কপিল সিব্বল৷ তিনি জানান, এর আগেও বৃহত্তম দল হিসেবে বিজেপিকে ডাকা হলেও কেন বিজেপি প্রথমে সরকার গঠন করতে সম্মত হল না৷ বিজেপির হাতে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কেন তাঁদের সরকার গঠনের সুযোগ দেওয়া হল? শনিবার ভোররাতে কী এমন ঘটল যাতে বিজেপি সরকার গঠনের জন্য আমন্ত্রণ পাঠালেন রাজ্যপাল? যখন বিরোধীরা সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বিজেপিকে এভাবে ডেকে সরকার গঠন পক্ষপাতদুষ্ট৷ একই সঙ্গে বিজেপি সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে বিধানসভায় শক্তি পরীক্ষার আর্জি জানানো হয় কংগ্রেসের তরফে৷ কিন্তু, মামলার শুনানির পর সব পক্ষকে নোটিস পাঠিয়ে ফের আগামীকাল মামলার শুনানি দিন ধার্য করছে সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে দেবেন্দ্র ফড়নবিশ সরকারের বিরুদ্ধে ওঠা শক্তি পরীক্ষার আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে আদালতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *