NRS আতঙ্কে অনুপ্রবেশ নীতি বদল বাংলাদেশের? সিঁদুরে মেঘের আশঙ্কা

কলকাতা: বাংলাদেশে ফেরা হল না ৫৯ জন অনুপ্রবেশকারীর৷ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বাংলাদেশের ৪৯ জন অনুপ্রবেশকারীদের পাকড়াও করে বেঙ্গালুরু পুলিশ৷ শুক্রবার ৪৯ জনকে ট্রেনে চাপানো হয় পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে৷ কিন্তু, এরপরই বাঁধল বিপত্তি৷ ঠিক হয়েছিল বনগাঁর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার৷ কিন্তু প্রথমে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সদর্থক ভূমিকা নিলেও

NRS আতঙ্কে অনুপ্রবেশ নীতি বদল বাংলাদেশের? সিঁদুরে মেঘের আশঙ্কা

কলকাতা: বাংলাদেশে ফেরা হল না ৫৯ জন অনুপ্রবেশকারীর৷ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বাংলাদেশের ৪৯ জন অনুপ্রবেশকারীদের পাকড়াও করে বেঙ্গালুরু পুলিশ৷ শুক্রবার ৪৯ জনকে ট্রেনে চাপানো হয় পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে৷ কিন্তু, এরপরই বাঁধল বিপত্তি৷

ঠিক হয়েছিল বনগাঁর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার৷ কিন্তু প্রথমে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সদর্থক ভূমিকা নিলেও শেষ পর্যন্ত হঠাৎ সিদ্ধান্ত বদল করেছে বাংলাদেশ৷ নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবৈধভাবে দেশে আসা ওই নাগরিকদের নিজেদের নাগরিক বলে মানতে চাইছে না বাংলাদেশ৷ অনুপ্রবেশকারীদের দেশে ফেরার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ৷

এই সিদ্ধান্তে ওই বাংলাদেশি নাগরিকদের ব্যাঙ্গালুরুতে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন৷ বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের ফলে ওই ৪৯ জন বাংলাদেশি নাগরিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল৷ তবে আচমকাই নিজেদের অবস্থান বদল করল কেন বাংলাদেশ? নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

শুক্রবার ৪৯ জনকে ট্রেনে চাপানো হয় পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে৷ অন্ধ্রপ্রদেশে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ওই অনুপ্রবেশকারীদের পাকড়াও করেছিল ব্যাঙ্গালুরু পুলিশ৷ এদের কাছে ভারতীয় প্রমাণপত্র মেলেনি৷ পরে তাঁদের একটি হোমে আটকে রাখা হয়েছিল৷ আটক থাকা বাংলাদেশীদের মধ্যে ২২ জন পুরুষ-মহিলা ও ১০ শিশু৷ কিন্তু, কেন এই সিদ্ধান্ত? পিছনে কী এনআরসি চাপ? একদিকে রহিঙ্গা সমস্যা, অন্যদিকে এনআরসি চাপেই কি নীতি বদল বাংলাদেশের? উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =