আমরা ১৬২! বিজেপি’র ঘুম ছুটিয়ে শক্তি দেখাল মহাজোট

মুম্বই: ঠিক যেন হিন্দি কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা৷ ভুলটি ধরিয়ে না দিয়ে এই মহা নাটকের শেষ বুঝে ওঠা সত্তিই কঠিন হয়ে দাঁড়িয়েছে টানটান রাজনৈতিক চিত্রনাট্যের সৌজন্যে৷ সোমবার মাহা নাটকের নয়া মোড় দেখা দিল মুম্বইয়ের বিশালবহুল হোটেলে৷ বিজেপির ঘুরিয়ে এবার বিধানসভার বাইরে শক্তি পরীক্ষা করে দেখাল কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট৷ মুম্বইয়ের একটি হোটেলে তিন দলের বিধায়কদের নিয়ে নিজেদের

আমরা ১৬২! বিজেপি’র ঘুম ছুটিয়ে শক্তি দেখাল মহাজোট

মুম্বই: ঠিক যেন হিন্দি কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা৷ ভুলটি ধরিয়ে না দিয়ে এই মহা নাটকের শেষ বুঝে ওঠা সত্তিই কঠিন হয়ে দাঁড়িয়েছে টানটান রাজনৈতিক চিত্রনাট্যের সৌজন্যে৷ সোমবার মাহা নাটকের নয়া মোড় দেখা দিল মুম্বইয়ের বিশালবহুল হোটেলে৷

বিজেপির ঘুরিয়ে এবার বিধানসভার বাইরে শক্তি পরীক্ষা করে দেখাল কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট৷ মুম্বইয়ের একটি হোটেলে তিন দলের বিধায়কদের নিয়ে নিজেদের শক্তি যাচাই মহাজোটের৷ মুম্বাইয়ের বিলাসবহুল হোটেলে ১৬২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে মহাজোটে দাবি করা হচ্ছে৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ইতিমধ্যেই ১৬২ জন বিধায়ক হোটেলের হাজির হয়ে গিয়েছেন৷ বিধায়কদের পাশাপাশি নেতারাও রয়েছেন৷ ১৬২ জনের পাশাপাশি উপস্থিত রয়েছেন উদ্ভব ঠাকুরে, মল্লিকার্জুন খাগড়ে, শরদ পাওয়ারা৷ বিধায়কদের ওপরে বড় বড় করে লেখা রয়েছে, ‘আমরা ১৬২৷’

অন্যদিকে, টানা দু’দিনের সওয়াল-জবাব শোনার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সরকার গঠন সংক্রান্ত মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট৷ ওই দিনই ফয়সলা হয়ে যাবে, রাতারাতি সরকার গঠন করে বিধানসভায় বিজেপিকে শক্তি পরীক্ষা দিতে হবে কি না৷

আজ মামলার শুনানিতে মহারাষ্ট্রের সরকার গঠন ইস্যুতে সুপ্রিম কোর্টকে জবাব দিয়েছে কেন্দ্র৷ কেন্দ্রের তরফে সাফ দানিয়ে দেওয়া হয়েছে, এনসিপির দলনেতা অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করেছে৷ চিঠিতে এনসিপির ৫৪ জন বিধায়কেরের স্বাক্ষক রয়েছে৷ আর সেই কারণে সরকার গঠন করা হয়েছে৷ একই সঙ্গে অজিত পাওয়ারও দাবি করেছেন তিনি এনসিপির দলনেতা৷ তাঁরা বিজেপিকে সমর্থন করেছে৷

পাল্টা কংগ্রেসের তরফে শনিবার ভোররাতে তড়িঘড়ি সরকার গঠন নিয়েও প্রশ্ন তুলে অবিলম্বে বিধানসভায় সরকারকে শক্তি পরীক্ষা দেওয়ার আর্জি জানিয়েছে৷ বিজেপি যেভাবে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে তা অসাংবিধানিক বলেও দাবি করা হয়েছে৷ বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, বিরোধীদের সময় দেওয়ার হলেও সরকার গঠন করতে পারেনি তাঁরা৷ ফলে, সাংবিধানিক অধিকার বলে রাজ্যপাল বিজেপিকে সরকার গঠনের জন্য ডেকেছিল৷ বিজেপি-এনসিপি বিধায়কদের সমর্থনে সরকার গঠন করা হয়েছে৷

মহারাষ্ট্রে যে ভাবে সরকার গঠন করা হয়েছে, তার বিরুদ্ধে আজ সংসদে ভিতর ও বাইরে প্রবাদ জানিয়েছে কংগ্রেস৷ দীর্ঘ অজ্ঞাতবাস কাটিয়ে আজ লোকসভা দাঁড়িয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, ‘‘আমি আজ সংসদে বেশ কিছু প্রশ্ন করব বলে এসেছিলাম৷ কিন্তু, মহারাষ্ট্রে যে ভাবে সরকার গঠন হয়েছে তা দেশের গণতন্ত্রণের হত্যা করা হচ্ছে৷ ফলে, প্রশ্ন করার আর কোনও মানেই হয় না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =