খুন-ধর্ষণ-রাহাজানি’র রক্ত মেখে দেশ সেবায় ৪০% সাংসদ: সমীক্ষা

নয়াদিল্লি: অপরাধ মুক্ত ভারত করতে বদ্ধপরিকর মোদি সরকার৷ কিন্তু সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় বেশিরভাগ জয়ী প্রার্থীদেরই রয়েছে ক্রিমিনাল রেকর্ড৷ অর্থাৎ বর্তমানে নিজের নিজের রাজ্যের অপরাধ সংক্রান্ত বিষয়গুলি যারা সরকারের সামনে তুলে ধরবেন তাদের বেশিরভাগই দণ্ডনীয় অপরাধ মূলক কাজে অভিযুক্ত৷ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এর তথ্য বলছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে

খুন-ধর্ষণ-রাহাজানি’র রক্ত মেখে দেশ সেবায় ৪০% সাংসদ: সমীক্ষা

নয়াদিল্লি: অপরাধ মুক্ত ভারত করতে বদ্ধপরিকর মোদি সরকার৷ কিন্তু সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় বেশিরভাগ জয়ী প্রার্থীদেরই রয়েছে ক্রিমিনাল রেকর্ড৷ অর্থাৎ বর্তমানে নিজের নিজের রাজ্যের অপরাধ সংক্রান্ত বিষয়গুলি যারা সরকারের সামনে তুলে ধরবেন তাদের বেশিরভাগই দণ্ডনীয় অপরাধ মূলক কাজে অভিযুক্ত৷

অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এর তথ্য বলছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে নির্বাচিত ৫৩৯ জন প্রার্থীর মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে যা মোট নির্বাচিত প্রার্থীর ৪৩ শতাংশ৷ এই তালিকা আছে বিজেপি নির্বাচিত প্রার্থীদের মধ্যে ১১৬ জন অর্থাৎ ৩৯ শতাংশের নাম৷ কংগ্রেসের নির্বাচিত প্রার্থীদের মধ্যে ২৯ জন অর্থাৎ ৫৭ শতাংশ৷ হিসেব অনুযায়ী ২০১৪-র তুলনায় যা ২৬ শতাংশ এবং ২০০৯ এর তুলনায় ১০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷

২০১৯-এর লোকসভা নির্বাচনে অপরাধমূলক কাজে অভিযুক্ত সাংসদদের অন্তত ২৯ শতাংশের বিরুদ্ধে ধর্ষণ, খুন, খুনের চেষ্টা সহ বিরুদ্ধে হওয়া দুর্নীতি সংক্রান্ত অভিযোগ রয়েছে৷ নতুন সাংসদদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২-ধারায় হত্যা মামলা, ৩০ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৭-ধারায় হত্যার প্রচেষ্টার মামলা রয়েছে৷ তাছাড়াও মহিলাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্ত ১৯ সাংসদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ -ধারায় ধর্ষণের মামলা রয়েছে বলে জানা যাচ্ছে ৷ এছাড়াও এই ১৯ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধে রয়েছে অপহরণ সংক্রান্ত মামলা৷

এডিআর জানিয়েছে যে ১১ জন নির্বাচিত সাংসদের মধ্যে – বিজেপির পাঁচ জন, বিএসপি থেকে দুজন, কংগ্রেস, এনসিপি এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং একজন স্বতন্ত্র দলের প্রতিটি থেকে একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে৷ এর পাশাপাশি অন্তত ২৯ জন নির্বাচিত সংসদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার জন্যও মামলা চলছে৷

বেসরকারি সংস্থা এডিআরের এই পরিসংখ্যান চিন্তায় ফেলে দিচ্ছে তো? দলমত নির্বিশেষে একবার ভাবুন এত আলোচনা-সমালোচনা, চিন্তা-ভাবনা, হিংসা-প্রতিহিংসার মূল্যে করে কাদের হাতে আমরা দেশ, রাজ্য তথা সমাজের সর্বতোভাবে উন্নয়নের দায়িত্বভার তুলে দিয়েছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =