পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল, তারপর?

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল পেশের জন্য সম্মত্তি দিল লোকসভা৷ বিলের পক্ষে ভোট পড়েছে ২৯৩টি৷ বিপক্ষে ৮২টি ভোট৷ ফলে, বিলটি এখন লোকসভায় আলোচনা হবে৷ আইনে কার্যকর হতে লোকসভা ও রাজ্যসভার অনুমোদন পেতে হবে৷ তারপর স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি৷ আজ সোমবার তুমুল বিতর্ক হট্টগোল, বাদানুবাদের মধ্যে দিয়ে লোকসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল৷ বিলটি পেশ করে অমিত শাহ৷ বিলের

ac219437fa6e0ca3a328e7d6adf8fa90

পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল, তারপর?

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল পেশের জন্য সম্মত্তি দিল লোকসভা৷ বিলের পক্ষে ভোট পড়েছে ২৯৩টি৷ বিপক্ষে ৮২টি ভোট৷ ফলে, বিলটি এখন লোকসভায় আলোচনা হবে৷ আইনে কার্যকর হতে লোকসভা ও রাজ্যসভার অনুমোদন পেতে হবে৷ তারপর স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি৷

আজ সোমবার তুমুল বিতর্ক হট্টগোল, বাদানুবাদের মধ্যে দিয়ে লোকসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল৷ বিলটি পেশ করে অমিত শাহ৷ বিলের বিরোধিতা একযোগে মাঠে নামেন বিরোধী দলের সংসদরা৷

লোকসভায় বিল পেশের সময় বিরোধীদের প্রবল বিদ্রোহের মুখে পড়ে বারবার ভাষণ থমকে বাধ্য হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিরোধীদের হুঁশিয়ারি ছুড়ে অমিত শাহের মন্তব্য, ‘‘আমরা ক্ষমতায় এসেছি৷ বিরোধীদের পাঁচ বছর শুনতে হবে আমাদের কথা৷’’ অমিত শাহের এই ঘোষণার পরই বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ নিজের আসন থেকে উঠে গিয়ে অমিত সাহাকে পাল্টা হুঁশিয়ারি ছুড়ে দেন তিনিও৷ কোনোক্রমে অধিবেশন কক্ষ শান্ত করান অধ্যক্ষ৷

বিলের স্বপক্ষে বলতে গিয়ে অমিত সাহা বলেন, কংগ্রেস ধর্মের নামে দেশ ভাগ করেছিল৷ কংগ্রেস ধর্মের নামে দেশ ভাগ না করলে আজ এই বিল আনার প্রয়োজন ছিল না৷’’ এই পাল্টা আওয়াজ তোলে কংগ্রেস৷ পরে অমিত শাহ বলেন, ‘‘১৯৭১সালে বাংলাদেশ থেকে আসা মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ইন্দ্রা গান্ধি৷ কিন্তু তখন কেন পাকিস্তানের জন্য নাগরিকত্ব দেওয়া হয়নি৷’’

অমিত শাহের আরও দাবি, ‘‘এই বিল সংবিধান অনুচ্ছেদের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করা হচ্ছে না৷ বিলে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হচ্ছে না৷ কোনও ধর্মের মানুষের কাছে এটা সমস্যা হবে না৷’’ সংখ্যালঘুদের বিরুদ্ধে এই বিল আনা হচ্ছে না বলেও জানিয়েছেন অবস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *