নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনার মধ্যেই রাজ্যসভায় বারবার উঠে এসেছে বাংলার প্রসঙ্গ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তুদের সংক্রান্ত মন্তব্য উদ্ধৃত করে খোঁচা দিয়ে ছাড়েননি অমিত শাহ৷ পাল্টা সরব তৃণমূল৷ রাজ্যসভায় অমিত শাহের পর এবার খোদ প্রধানমন্ত্রীর মুখে উঠে এল বাংলার প্রসঙ্গ৷ নয়া বিল নিয়ে বাংলায় জয় নিশ্চিত বলেও আশাবাদী প্রধানমন্ত্রী৷
নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর মোদিকে শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপির ৫ সাংসদ৷ সেখানে বঙ্গে বিজেপির সাংসদের আশ্বস্ত করে মোদি জানান, সিএবি নিয়ে রাজ্যে প্রচার বৃদ্ধি করতে পারলে বাংলায় বিজেপির জয় নিশ্চিত!
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর এমনই দাবি করেছেন বিজেপির বাংলার সংসদ সদস্যরা৷ এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রচার বাড়াতে৷ কেননা, ২০২১ সালের বিধানসভা নির্বাচন৷ এই বিলের সুবিধা জনমনে প্রচার করতে পারলে বাংলায় বিজেপির জয় নিশ্চিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ বিলের ইতিবাচক প্রচার নির্ভর করছে দলের জয়৷
সংসদের নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার আগে থেকেই বাংলায় প্রচার শুরু করেছে বিজেপি৷ পুজোর সময় বাংলায় এসে দলীয় কর্মীদের খোদ অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, এনআরসি নয়, প্রচার করতে হবে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে৷ নয়া বিলে কী সুবিধা পাওয়া যাবে, তা নিয়ে প্রচার বাড়ানোর নির্দেশ দেন তিনি৷ এবার অমিত শাহের দেখানো পথে ফের মোদিও জানিয়ে দিলেন বিল নিয়ে প্রচারে ঝড় তুললে তার সুফল মিলবে হাতেহাতে৷