CAB: অসম অঙ্কে বড় ভুল করেছে বিজেপি, ফলাফল হাতেনাতে

নয়াদিল্লি: অঙ্কের ভুল? নাকি বাস্তব পরিস্থিতি বিশ্লেষণে ব্যর্থতা? অসম পরিস্থিতি যখন বুঝে উঠতে পারলো বিজেপি, তখন দেরি হয়ে গিয়েছে৷ এতটাই দেরি হয়ে গিয়েছে যে তড়িঘড়ি ক্যাব সংসদে আইন হিসাবে আনা ছাড়া আর গতি ছিল না৷ অসমে এন আর সি-এর জালে ১৯ লক্ষ মানুষ আটকে পড়ে৷ কিন্তু, ওই বিপুল জনসংখ্যার অধিকাংশই যে হিন্দু হবে তা বুঝতে

346c727f33716a893be2a4a91194368b

CAB: অসম অঙ্কে বড় ভুল করেছে বিজেপি, ফলাফল হাতেনাতে

নয়াদিল্লি: অঙ্কের ভুল? নাকি বাস্তব পরিস্থিতি বিশ্লেষণে ব্যর্থতা? অসম পরিস্থিতি যখন বুঝে উঠতে পারলো বিজেপি, তখন দেরি হয়ে গিয়েছে৷ এতটাই দেরি হয়ে গিয়েছে যে তড়িঘড়ি ক্যাব সংসদে আইন হিসাবে আনা ছাড়া আর গতি ছিল না৷

অসমে এন আর সি-এর জালে ১৯ লক্ষ মানুষ আটকে পড়ে৷ কিন্তু, ওই বিপুল জনসংখ্যার অধিকাংশই যে হিন্দু হবে তা বুঝতে পারেনি বিজেপি৷ এই রকম একটি পরিস্থিতির জন্য তৈরিও ছিল না পার্টি৷ হিসেব কোষে দেখা গিয়েছে, ১৯ লক্ষ মানুষের মধ্যে ৬০ শতাংশ হিন্দু৷ এই ১০-১২ লক্ষ মানুষের ভবিতব্যের কথা ভেবে ক্যাবকে আইন হিসাবে আনা ছাড়া আর কোনও গতি ছিল না৷

ইতিহাস বলছে, অসমে ১৯১০ থেকে ১৯২৫-২৬ পর্যন্ত অসমে অর্থনৈতিক অনুপ্রবেশকারীরা এসেছে৷ তাঁরা বাংলা ভাষাভাষী মুসলমান এবং বঙ্গের সেই অংশ থেকেই এসেছিলেন যা পরবর্তীকালে পূর্ব পাকিস্তান হিসাবে পরিচিত হয়েছিল৷ অসম বা বৃহত্তর অসমের ফাঁকা জায়গা, উর্বর চাষের জমি এবং নদীর জল তাঁদের সেই জায়গায় স্থায়ী বসতি করতে সাহায্য করেছে৷ অসমে বাংলা ভাষাভাষী হিন্দুরা আসতে শুরু করে দেশ ভাগের পর থেকেই৷ সেক্ষেত্রে অসম চুক্তি অনুযায়ী যারা এন আর সি-এর জালে ধরা পড়েছে তাঁদের অধিকাংশই হিন্দু৷

অসমীয়াদের মূল সমস্যা যদিও হিন্দু বা মুসলমানকে নিয়ে নয়৷ তাঁদের সমস্যা হল ভাষাগত৷ রাজ্যে বাংলা ভাষাভাষীদের দাপটে অসমীয়া ভাষা, সংস্কৃতি, জাতিসত্ত্বার উপর ব্যাপক চোট পড়েছে৷ সেই জন্যই, সি এ বি বা ক্যাব বা এই সংক্রান্ত আইনের ফাঁসে নিজের ভাষাকে বিপন্ন করতে চাইছে না অসমীয়ারা৷

উল্লেখ করা যেতে পারে অসমে অল্প কিছু এলাকা ষষ্ঠ তফসিলের আওতায় ইনার লাইন পারমিটের আওতায় রয়েছে৷ এই এলাকা গুলি ছাড়া বাকি সব ক্যাবের নিয়ন্ত্রণাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *